চান্নাপাটানা: 'মন কি বাত' (Mann Ki Baat)-এর ১০০তম অনুষ্ঠানের পরেই কর্নাটকের (Karnataka) রামানাগারা জেলার (Ramanagara District) চান্নাপাটানা (Channapatana) এলাকায় জনসভা করতে গিয়ে কংগ্রেস (Congress) ও জেডিএস (JDS)-কে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত ওই জনসভা থেকে কংগ্রেসকে বিশ্বাসঘাতকতার আরেক নাম বলেও উল্লেখ করলেন।
Congress is the second name of betrayal. They have betrayed the farmers of the state and the country. JDS calls itself the 'kingmaker' in Karnataka and every vote to JDS adds to the vote of Congress. Congress neglected the poor. But BJP is working for the people, farmers and poor… pic.twitter.com/ora8ai7qRN
— ANI (@ANI) April 30, 2023
এপ্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস হল বিশ্বাসঘাতকতার (betrayal) আরেক নাম। তারা ভারত (India) ও কর্নাটকের (Karnataka) কৃষকদের (farmers) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জেডিএস নিজেদের কর্নাটকের কিংমেকার (kingmaker) বলে দাবি করে আর জেডিএসকে দেওয়া সমস্ত ভোট কংগ্রেসের খাতায় গিয়ে যোগ হয়। কংগ্রেস গরিবদের (poor) অবহেলা(neglect) করে। কিন্তু, বিজেপি রাজ্যের মানুষ, কৃষক ও গরিবদের জন্য কাজ করছে। কৃষকরা ডবল ইঞ্জিন সরকারের (double-engine govt) কাছ থেকে ডবল সুবিধা (double benefits) পাচ্ছেন। কংগ্রেস ও জেডিএস-এর কাছে কর্নাটক হল শুধুমাত্র একটা এটিএম (ATM)। অন্যদিকে বিজেপির কাছে কর্নাটক হল দেশের উন্নতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্রোথ ইঞ্জিন (most important growth engine)।"
For Congress and JDS, Karnataka is just an ATM, while for BJP, Karnataka is the most important growth engine of the country's development: Prime Minister Narendra Modi in Karnataka pic.twitter.com/PqOflYLKyT
— ANI (@ANI) April 30, 2023
জেডিএস ও কংগ্রেসের আমলে শুধুমাত্র কিছু পরিবারের উন্নতি হয়েছে বলেও রবিবার দুপুরে অভিযোগ করেন বিজেপির সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি। বলেন, "যখন কংগ্রেস ও জেডিএস সরকার ছিল তখন শুধুমাত্র বিশেষ কিছু পরিবার উন্নতি করেছিল। কিন্তু, বিজেপির কাছে এই দেশের প্রতিটি পরিবার বিজেপির নিজের পরিবার। কংগ্রেস ও জেডিএস শুধুমাত্র দেখতেই আলাদা এমনিতে একই। দুজনেই রাজবংশের দল (dynasty' parties)। কর্নাটক হল ভারতের গ্রোথ ইঞ্জিন তাই স্থিতিশীল নয় এমন সরকার এখানকার জন্য ভালো নয়। কোনও অস্থিতিশীল সরকার (unstable government) উন্নয়নের কোনও কাজই করতে পারে না, তারা শুধুমাত্র সাধারণ মানুষকে লুট করে। কংগ্রেস ও জেডিএস শুধুমাত্র দুর্নীতিকে (corruption) প্রশ্রয় দেয়। কর্নাটক তাদের খারাপ কাজের নমুনা দেখেছে।"
When there are Congress-JDS governments, only a few special families flourish, but for the BJP, each and every family in this country is the BJP's own family: Prime Minister Narendra Modi pic.twitter.com/Rke4oKpA2M
— ANI (@ANI) April 30, 2023