Photo Credits: ANI

নয়াদিল্লি: মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে লোকসভায় বিস্তারিত আলোচনা করার দাবি জানিয়েছেন বিরোধী জোট (Opposition alliance) ইন্ডিয়ার (I.N.D.I.A) সাংসদরা (MPs)। ধর্মীয় হিংসার (Ethnic violence) এই বিষয়ে নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও (no-confidence motion) এনেছেন লোকসভায় (Lok Sabha)। যা গ্রহণও করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তারপরও জানা গেল, আগামী ২৯ জুলাই দু-দিনের সফরে মণিপুর (Manipur visit)  গিয়ে সেখানকার অবস্থা খতিয়ে দেখবে ইন্ডিয়া জোটের সাংসদদের একটি প্রতিনিধি দল।

বিরোধী জোটের নেতারা বলছেন, তাঁরা অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন মণিপুর-সহ বিভিন্ন বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রীর জবাব শোনার জন্য। ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যসভায় মণিপুর হিংসা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে।

মণিপুর সফর সম্পর্কে একজন বিরোধী নেতা জানান, ইন্ডিয়া জোটের সাংসদদের একটি দল আগামী ২৯ ও ৩০ জুলাই মণিপুর সফর করবে।

গত ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের দাবিগুলি নিয়ে আলোচনার চাপ দিচ্ছে। সরকার এই বিষয়গুলি নিয়ে বিতর্ক রাজি হলেও বিরোধীদের মুলতুবি প্রস্তাব নিয়ে এসে আলোচনার দাবিতে সরব। বৃহস্পতিবারও এই বিষয় নিয়ে সংসদের দুই কক্ষে কাজের ব্যাঘাত হয়। আরও পড়ুন: Rahul On Manipur : ভিডিও বার্তায় মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে ফের আক্রমন রাহুল গান্ধীর