ভোটের ফলাফলের আগে নিরাপত্তা জোরদার(Photo Credit-ANI Twitter)

২২মে, ২০১৯: গোটা দেশ যেন প্রহর গুণছে। গতক্ষণে খোলা হবে ইভিএম। ভোটের রায় জানতে উৎকণ্ঠার রাত কাটাবে দেশবাসী। চরম নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুম। গণনা কেন্দ্র গুলিতেও চলছে কড়া নজরদারি। এই চরম পরিস্থিতির মধ্যেও গণ্ডগোলের সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের ফলাফল প্রকাশের দিন প্রায় সব রাজ্যেই গণ্ডগোল, অশান্তি ছড়াতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেজন্য আগে থেকে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। বলা হয়েছে ভোটের দিন প্রতিটি রাজ্যে পর্যাপ্ত বাহিনী রাখতে। কোনও রাজ্যে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে যদি কোনও রাজ্যে ফলাফল সেই রাজ্যের শাসক দলের অনুকূল না হয় তাহলে সংঘর্ষ বাঁধবে। এই নিয়ে নির্বাচন কমিশনে আগেই আবেদন জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। তারপরেই এই সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।