মুম্বই: কর্নাটকে (Karnataka Assembly Election 2023) কংগ্রেসের জয় পর দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। রবিবার মহারাষ্ট্রের ক্ষমতায় আসীন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে ইতিমধ্যে ছক কষতে শুরু করেছে কংগ্রেস, এনসিপি ও উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতারা। দুপুরে নিজেদের আগামী পদক্ষেপ ঠিক করতে একটি মিটিংও করেছেন তাঁরা।
মহা আগাড়ি জোটের এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে (Maharashtra Congress chief Nana Patole) ও উদ্ধব ঠাকরের ঘনিষ্ট সঞ্জয় রাউত (Uddhav Thackeray faction leader Sanjay Raut)। নানা পাটোলে বলেন, "কর্নাটকের মানুষ কংগ্রেসকে নির্বাচিত করেছে। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। মহারাষ্ট্রেও (Maharashtra) দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় রয়েছে, তাই আসন্ন নির্বাচনে আমরা মহারাষ্ট্রেও জিতব। কর্নাটকে যিনি মুখ্যমন্ত্রী হবেন, তাঁকে আমরা পুনে (Pune)-তে আয়োজিত হতে চলা আমাদের বজ্রমুঠ জনসভায় সংবর্ধনা দেব।"
Whoever becomes the Chief Minister of Karnataka, we will facilitate him in our 'Vajramuth' rally that will be held in Pune: Maharashtra Congress chief Nana Patole pic.twitter.com/bmBcarCPen
— ANI (@ANI) May 14, 2023
উদ্ধব ঠাকরে গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতা সঞ্জয় রাউত বলেন, "আমাদের জোটের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। কর্নাটকে যদি ৪০ শতাংশ দুর্নীতি হয়ে থাকে তা হলে মহারাষ্ট্রে ১০০ শতাংশ দুর্নীতি (corruption) রয়েছে। বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত আর এরা পরাজিত হবেই।"
#WATCH | There is no misunderstanding internally in the party (MVA). If there was 40% corruption in Karnataka, there is 100% corruption in Maharashtra, this current government is corrupt and it will get defeated: Uddhav Thackeray faction leader Sanjay Raut after the MVA meeting pic.twitter.com/SMENjWyM7L
— ANI (@ANI) May 14, 2023