মুম্বই: সম্প্রতি অজিত পাওয়ার (Ajit Pawar) তাঁর কয়েকজন অনুগামী বিধায়ককে নিয়ে যোগ দিয়েছেন একনাথ শিন্ডের মন্ত্রিসভায়। তারপর থেকে চরম শোরগোল শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে। এর মধ্যেই আচমকা রটে যায় পদত্যাগ (resignation) করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Maharashtra CM & Shiv Sena leader Eknath Shinde)। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জল্পনা ফুৎকারে উড়িয়ে দিলেন তিনি। পাশাপাশি মুখ খুললেন এনসিপির মধ্যে শুরু হওয়া গণ্ডগোল (split in NCP) নিয়েও।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের খবর প্রসঙ্গে একনাথ শিন্ডে বলেন, "এগুলো সব গুজব (rumours)। এনসিপির উচিত নিজেদের দলে কী হচ্ছে সেই বিষয়ে অনুসন্ধান (introspect) চালানো।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | It is all rumours...They (NCP)should introspect on what is happening in their party, says Maharashtra CM Eknath Shinde as he rubbishes his resignation rumours and also speaks on the split in NCP. pic.twitter.com/hwY1Gr9qUW
— ANI (@ANI) July 6, 2023
রাজ্যে অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। সেই বিষয়ে প্রশ্ন করা হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড বলেন, "অজিত পাওয়ার প্রধানমন্ত্রী মোদির (PM Modi) স্বপক্ষে নিজের আস্থা দেখিয়েছেন। তিনি রাজ্যে যে উন্নয়ন (development) হয়েছে তা মেনে নিয়ে মহারাষ্ট্রে যে ডবল ইঞ্জিন সরকার (double-engine govt) চলছে তার কাজের ভূয়সী প্রশংসা করেছেন।" আরও পড়ুন: Delhi: বদলে গেল আওরঙ্গজেব লেনের নাম, বসল 'ডক্টর এপিজে আব্দুল কালাম লেন' এর নতুন ফলক (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো:
#WATCH| Maharashtra CM Eknath Shinde speaks on Ajit Pawar joining hands with BJP in the state
"Ajit Pawar has expressed confidence in PM Modi. He has accepted that there is development in the state and he has also shared our thoughts on having a double-engine govt in the… pic.twitter.com/XqYeUQYTXY
— ANI (@ANI) July 6, 2023