কাঁথিতে অধিকারী গড় ভাঙতে মরিয়া বিরোধীরা। (File Photo)

কলকাতা, ২মে: পূর্ব মেদিনীপুর জেলার এই লোকসভা কেন্দ্র একটা সময় ছিল বাম দুর্গ। এখান থেকে সুধীর গিরি পরপর চারবার বড় ব্যবধানে জিতে সাংসাদ হয়েছিলেন। তবে তৃণমূলের অভিজ্ঞ লড়াকু নেতা শিশির অধিকারী ২০০৯ লোকসভা নির্বাচন থেকে এখান থেকে জিতে আসছেন। এই লোকসভায় যে বিধানসভা কেন্দ্রগুলি আছে সেগুলি হল--চাঁদিপুর, পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরী (সংরক্ষিত), রামনগর। এই সাতটাতেই বাম সংগঠন এখনও মোটেই দুর্বল নয়। তবে তৃণমূলের সংগঠন এখানে এত শক্তিশালী যে বিরোধীরা কতটা দাঁত ফোটাতে পারে সেটা দেখার। গোটা রাজ্যের মত এই কেন্দ্রেও বিজেপি চেষ্টা করছে।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা

শিশির অধিকারী (তৃণমূল)

পরিতোষ পট্টনায়েক (সিপিএম)

দেবাশীষ সামন্ত (বিজেপি)

দীপক কুমার দাস (কংগ্রেস)

২০১৪ লোকসভার ফলাফল

শিশির অধিকারী (তৃণমূল) ৬,৭৬, ৭৪৯টি ভোট

তাপস সিনহা (সিপিএম) ৪,৪৮,২৫৯টি ভোট

কমলেন্দু পাহাড়ী (বিজেপি) ১,১১,০৮২টি ভোট

কুণাল ব্যানার্জী (কংগ্রেস) ২৭,২৩০টি ভোট

ফলাফল- শিশির অধিকারী (তৃণমূল) জয়ী ২,২৮,৪৯০টি ভোট

কে এগিয়ে

শিশির অধিকারী (তৃণমূল) অনেকটা এগিয়ে।