লোকসভার ভিতরে কথা বলতে দেওয়া হয় না বিরোধীদের, এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কার বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। কঙ্গনা বৃহস্পতিবার বলেছেন, "বিরোধী দলের কিছু দায়িত্ব থাকে। দেশ সংসদে তাঁদের আচরণ দেখছে।"
বাদল অধিবেশনের চতুর্থ দিনে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এদিন বলেন, "বিরোধী নেতারা যখনই কথা বলতে চান, তখনই তাঁদের কথা বলতে দেওয়া হয় না। আমরা আলোচনার জন্য বলছি; তাঁদের একমত হওয়া উচিত। গত অধিবেশনে, আমি অবাক হয়েছিলাম যে সরকারি বেঞ্চ থেকে বিশৃঙ্খলা শুরু হচ্ছিল। তাঁরা এমন একটি বিষয় বেছে নিত যাতে আমরা তাঁর প্রতিক্রিয়া জানাই, এবং তারপরে হাঙ্গামা শুরু হত, এবং তারপরে সংসদ মুলতবি হয়ে যেত। এটা তাঁদের জন্য ঠিক আছে।"
বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে সংসদে, অভিযোগ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-র
VIDEO | Delhi: Congress MP Priyanka Gandhi Vadra (@priyankagandhi) reacts to opposition MPs protesting against Special Intensive Revision (SIR) of Electoral Rolls in Bihar.
She says, “Yes, there will be a protest because Parliament also exists in democratic discussion and we are… pic.twitter.com/RMKfHhlVxI
— Press Trust of India (@PTI_News) July 24, 2025
কঙ্গনা বিরোধীদের ভূমিকার সমালোচনা করে বলেছেন, "বিরোধী দলের কিছু দায়িত্ব আছে। দেশ সংসদে তাঁদের আচরণ দেখছে। তাঁরা সংসদে অপ্রয়োজনীয় হট্টগোল করে গণতন্ত্র এবং সংবিধানকে গলা টিপে ধরছে। তাঁরা প্রতিদিন ওয়েলের ভেতরে প্রবেশ করে। মন্ত্রীরা প্রতিদিন ভালোভাবে প্রস্তুত হয়ে আসেন, কিন্তু তাঁরা কাউকেই বিষয়গুলো নিয়ে কথা বলতে দেন না।"
প্রিয়াঙ্কাকে জবাব দিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতঃ-
New Delhi: BJP MP Kangana Ranaut says, "An opposition also has several responsibilities, but the way they conduct themselves is there for the whole country to see. The nation is witnessing how they strangle democracy from within, how they suppress the Constitution. They shout and… pic.twitter.com/Ql1mGfEBFk
— IANS (@ians_india) July 24, 2025