ঝাড়খন্ডে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল। সকাল থেকেই কমিশনের তরফে প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে।ঝাড়খন্ডের ১২ টি জেলার ৩৮ টি কেন্দ্রে এই পর্বে ভোট নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের ভোটের ময়দানে রয়েছেন বারহাইত আসনের প্রার্থী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অন্যদিকে ধানওয়ার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। সিল্লি আসনে লড়ছেন আজসু প্রধান সুদেশ মাহাতো। এদিকে, মুখ্যমন্ত্রীর স্ত্রী কল্পনা সোরেন গান্দে আসনে এবং হেমন্তের ভাই বসন্ত সোরেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকা থেকে।

দ্বিতীয় দফার ভোটে ৫৫ জন মহিলা সহ প্রার্থী রয়েছেন মোট ৫২৮ জন। এক কোটি ২৩ লক্ষেরও বেশি ভোটার আগামীকাল তাঁদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন।সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদানের লক্ষ্যে ৬০০ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০১৯-এ এই পর্যায়ের ৩৮ টি আসনের মধ্যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা জিতেছিল ১৩ টি তে, বিজেপি ১২, কংগ্রেস ৮ এবং সিপিআইএমএল জেতে একটি আসনে।

এডিআর-র রিপোর্ট বলছে, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটের মোট প্রার্থী সংখ্যা ৫২৮ এর মধ্যে ১২৭ জন কোটিপতি। শতাংশের বিচারে সংখ্যাটা ২৪ শতাংশ। এডিআরের রিপোর্ট বলছে, দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডের ভোটে সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতি প্রার্থীর সংখ্যা বিজেপির। মোট ৩২ জন কোটিপতি প্রার্থী ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটে বিজেপির তরফে লড়ছেন। সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থীর লিস্টে বিজেপির পরই রয়েছে জেএমএম, তারপর রয়েছে কংগ্রেস। তবে সম্পত্তির অঙ্ক শূন্য এমন প্রার্থীও রয়েছে!জেপিপ পার্টির ইলিয়ন হাঁসদা তাঁর হলফনামায় জানিয়েছেন তাঁর সম্পত্তির অঙ্ক শূন্য। তিনি মহেশপুর থেকে লড়ছেন।