Jharkhand Assembly Election Second Phase (Photo Credit: X@PanditSaibpal @Timesnow)

প্রথম দফার পর আগামী ২০ নভেম্বর  ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ঝাড়খণ্ডের প্রথম দফার ভোটে ৪৩ আসনে ৬৪ শতাংশেরও বেশি ভোট পড়েছে বিকেল ৫ টা পর্যন্ত। পরবর্তী পর্যায়ের ভোট হবে ২০ নভেম্বর। দ্বিতীয় দফার ভোটে দুমকা, বোকারো, দেওঘর, বাঘমারার মতো কেন্দ্রে হতে চলেছে ভোট।  প্রথম দফার মত দ্বিতীয় দফাতেও ভোটের প্রচার চলছে জোরকদমে। এনডিএ এবং ইন্ডিয়া উভয় জোটের নেতৃবৃন্দ তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন প্রতিদিন। সভা থেকেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছেন এঁকে অপরের বিরুদ্ধে।

সম্প্রতি গিরিডি, বোকারো ও গান্ডেতে নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, হেমন্ত সোরেন সরকার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রক্ষা করছে।অন্যদিকে, দুমকায় নির্বাচনী সভায় ঝাড়খণ্ডের পিছিয়ে পড়ার জন্য বিজেপিকেই দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

অন্যদিকে নির্বাচনের আগে অবৈধ টাকা উদ্ধারে সতর্ক হয়েছে নির্বাচন কমিশন। আজ সকালেই র গিরিডি জেলায় এক চেক পয়েন্টে গাড়ি তল্লাশির সময় একটি গাড়ির বাতিল টায়ারের ভিতর থেকে টাকা উদ্ধার করেন প্রশাসনের কর্তারা। মোট ৫০ লাখ টাকা টায়ার কেটে তার মধ্যে থেকে বের করেন প্রশাসনের কর্তারা। আয়কর বিভাগের কর্তারা চেক পয়েন্টে আগে থেকেই উপস্থিত ছিলেন। তাঁদের উদ্যোগেই এই টাকা উদ্ধার হয়েছে।

ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি নেতা নিশিকান্ত দুবে এই গোটা টাকা উদ্ধার কাণ্ডের ভিডিয়ো প্রকাশ করেন। তাঁর অভিযোগের তির কংগ্রেস ও জেএমএমের দিকে। দুই দলের বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ তোলেন।