ভারতীয় সেনা (Photo Credits: IANS)

শ্রীনগর, ১৫ জুলাই: বুধবার জম্মু কাশ্মীর থেকে বিজেপি নেতাকে অপহরণ (BJP Leader Abducted) করল জঙ্গিরা। অপহৃত বিজেপি নেতার নাম মেহরাজ উদ্দিন মোল্লা। তাঁকে বারামুলার জেলার সোপরের ওয়াটারগাঁও এলাকার বাড়ি থেকেই অপহরণ করা হয় বলে খবর। অপৃত বিজেপি নেতা ওয়াটারগাঁও পুরসভা কমিটির সহসভাপতি ও বারামুলা বিজেপির চেয়ারম্যান। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক মেহরাজ উদ্দিন মোল্লার বাড়িতে ঢুকে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এত দ্রুততার সঙ্গে গোটা ঘটনাটি ঘটে যে অপহরণের বিষয়টি বোঝার আগেই দুষ্কৃতীরা বিজেপি নেতাকে গাড়িতে তুলে চম্পট দিয়েছে। অপহরণের খবর পেয়েই সোপরের পুলিশ সুপার জাভেদ ইকবাল জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন-West Bengal: এবার কোভিডের গ্রাসে প্রয়াত করোনা যোদ্ধা দেবদত্তা রায়ের স্বামী শাশুড়ি ও শিশুপুত্র

এই মুহূর্তে অপহৃত বিজেপি নেতার বাসভবন লাগোয়া এলাকায় চলছে তল্লাশি অভিযান। উপত্যকায় বিজেপি নেতারা যে নিজের বাড়িতেও নিরাপদ নন মিরাজ উদ্দিন মোনল্লার এই অপহরণের ঘটনা তা ফের প্রমাণ করল। কেননা সপ্তাহ খানেক আগে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিজের বাড়ি সামনেই জঙ্গি গুলিতে প্রাণ হারান স্থানীয় বিজেপি নেতা ওয়াসিম বারি। জঙ্গি নেতার বাবা ও ভাইকেও একই সঙ্গে খুন করে। তিনজনই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়েছিলেন। তবে হাসপাতালে যাওয়ার আগেই প্রচণ্ড রক্তপাতে তাঁদের মৃত্যু হয়। এই হত্যালীলার সঙ্গে জড়িত কালপ্রিটরা এখনও ধরা পড়েনি। তারমদ্যেই ফের উপত্যকার বিজেপি নেতাকে অপহরণ করল জঙ্গিরা।