Amit Shah In J& K Photo Credit: X@ANI

১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে উপত্যকায়। তার আগেই দুদিনের সফরে জম্মু ও কাশ্মীরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব বলে বড় আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল বলেন ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয় এবং অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে।তাঁরা ক্ষমতায় এলে জম্মু ও কাশ্মীরে তাঁদের প্রথম পদক্ষেপ হবে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা।

আজ সকালে মঞ্চ থেকে বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে দেখা যায়  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন- "কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স বলছে তারা নাকি রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করবে। আমাকে বলুন তো কে এটি দিতে পারে? এটি কেবল কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মোদীই দিতে পারে। তাই জম্মু ও কাশ্মীরের জনগণকে বোকা বানানো বন্ধ করুন। আমরা সেই  কথা রাখার জন্য একটি উপযুক্ত সময়ের কথা বলেছি অর্থাৎ নির্বাচনের পর আমরা জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেব।

কী বললেন স্বরাষ্ট্র মন্ত্রী দেখুন একনজরে-