১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে উপত্যকায়। তার আগেই দুদিনের সফরে জম্মু ও কাশ্মীরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব বলে বড় আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল বলেন ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয় এবং অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে।তাঁরা ক্ষমতায় এলে জম্মু ও কাশ্মীরে তাঁদের প্রথম পদক্ষেপ হবে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা।
আজ সকালে মঞ্চ থেকে বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন- "কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স বলছে তারা নাকি রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করবে। আমাকে বলুন তো কে এটি দিতে পারে? এটি কেবল কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী মোদীই দিতে পারে। তাই জম্মু ও কাশ্মীরের জনগণকে বোকা বানানো বন্ধ করুন। আমরা সেই কথা রাখার জন্য একটি উপযুক্ত সময়ের কথা বলেছি অর্থাৎ নির্বাচনের পর আমরা জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেব।
কী বললেন স্বরাষ্ট্র মন্ত্রী দেখুন একনজরে-
#WATCH | Jammu: Union Home Minister Amit Shah says, "Congress and National Conference are saying they will restore statehood. Tell me who can give it? It is only the Central government, PM Modi who can give it. So stop fooling the people of Jammu and Kashmir. We have said that at… pic.twitter.com/XEH1C4kW62
— ANI (@ANI) September 7, 2024