বেঙ্গালুরু: ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) স্থায়ী সদস্য করতে পদে বসার পর থেকেই চেষ্টা চালাচ্ছেন। একমাত্র চিনের কারণে বারবার ব্যর্থ হচ্ছে চেষ্টা। রবিবার বেঙ্গালুরুতে (Bengaluru) একটি অনুষ্ঠানে গিয়ে সেই ক্ষোভই যেন উগরে দিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (EAM Dr S Jaishankar)! আরও পড়ুন: Delhi Fire: দিল্লিতে কাগজের গুদামে আগুন, ঘটনাস্থলের ভিডিয়ো
আজকের দিনে দাঁড়িয়েও ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশকে কেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হচ্ছে না তার ব্যাখ্যা দিয়ে বলেন, "নিরাপত্তা পরিষদ একটি পুরনো ক্লাবের (old club) মতো, যেখানে এমন কিছু সদস্য আছে যারা ক্ষমতা ভাগ করতে চায় না। তারা ক্লাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে চায়। আরও সদস্যদের যুক্ত করতে খুব একটা আগ্রহী নন, পদ্ধতিগুলো খতিয়ে দেখাও হয় না। একভাবে, এটা মানুষের ব্যর্থতা। কিন্তু আমি মনে করি আজ এই বিষয়টা বিশ্বের ক্ষতি করছে। কারণ, গুরুত্বপূর্ণ ইস্যুতে পৃথিবীর বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘ খুব একটা ভূমিকা পালন করতে পারছে না। সিদ্ধান্তগুলোও বাস্তবায়িত হচ্ছে না। আমি বিশ্বের অনুভূতির (global sentiment) কথাও বলতে পারি। আজকে আপনি যদি বিশ্বের ২০০টি দেশকে জিজ্ঞেস করেন, আপনি কি সংস্কার চান নাকি সংস্কার চান না? প্রচুর দেশ বলবে, হ্যাঁ, আমরা সংস্কার চাই।" আরও পড়ুন: Kerala: ৫২ বছরের মহিলাকে ধর্ষণ করে ঝোপের মধ্যে ফেলে রেখে চম্পট যুবক, ৩ দিন পর উদ্ধার
Bengaluru: On the UN Security Council, EAM Dr S Jaishankar says, "Security Council is like an old club, where there are set members who don't want to let go of the grip. They want to keep control over the club. Not very keen to admit more members, not keen to have their practices… pic.twitter.com/Of6jnxjgH5
— ANI (@ANI) December 17, 2023