পাটনা, ৭ অক্টোবর: সামনেই বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Elections 2020)। নিজের ভাগ্য নির্ধারণে তাই আগেভাগেই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন সেখানকার এক নির্দল প্রার্থী। আর পথে নেমেই চলে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ জানলে অবাক হয়ে যাবেন। এখনও ভোটে লড়ার জন্য মনোনয়ন জমা করেননি ওই প্রার্থী, তবে তাতে কি। সেসবের আগেই ষাঁড়ের পিঠে চড়ে ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। তা নাম রবীন্দ্র প্রসাদ ওরফে কপিল যাদব। পাটনা জেলার পালিগঞ্জ বিধানসভা আসনটি থেকে নির্দলের হয়ে নির্বাচনে লড়বেন তিনি। বলা বাহুল্য ষাঁড়ের পিঠে চড়ে সমর্থক পরিবেষ্টিত হয়ে মনোনয়ন জমা দিতে এলেন রবীন্দ্র প্রসাদ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে। আরও পড়ুন-Attack on BJP Leader Shamik Bhattacharya's Car: ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পথে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা
पटना के पालिगंज से निर्दलीय उमीदवार ने भैंसे की सवारी कर नामांकन भरा।
शायद इसकी सोच होगी भाजपा जिसके नाम पर वोट माँगती, जनता उसके हसबेंड को देख कर वोट दे दे।😂😂 pic.twitter.com/85dsGfXPH7
— Jatinder Kumar ( Tony ) (@tonyJatinder9) October 6, 2020
যতই রবীন্দ্র প্রসাদকে নির্দল প্রার্থী বলা হোক না কেন রিপোর্ট বলছে অন্যকথা। তিনি নাকি স্বল্পপরিচিত রাজনৈতিক দল পিপলস পার্টি অফ ইন্ডিয়া ডেমোক্রেটিকের প্রার্থী। আগামী কাল বৃহস্পতিবার ৮ অক্টোবর হল বিহার বিধানসভা প্রথম দফা নির্বাচনের মনোনয়ন জমা করার শেষ দিন। ইতিমধ্যেই বিজেপি, আরজেডি ও জেডিইউ তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করে ফেলেছে। ২৮ অক্টোবরই প্রথম দফার বিধানসভা ভোট হতে চলেছে বিহারে। নির্বাচন হবে তিন দফায়। দ্বিতীয় দফার ভোট হবে ৩ নভেম্বর আর তৃতীয় দফার ভোট ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে।