মিম বিধায়বক মহম্মদ ইসমাইল (Photo Credits: ANI)

মালেগাঁও, ২ মার্চ: কী করে শান্তি বজায় রাখতে হয় তা মুসলিমরা জানে। আর জানে বলেই কী করে অশান্তিকে দূর করতে হয় তারও অভিজ্ঞতা মুসলিমদের রয়েছে। শনিবার মহারাষ্ট্রে মালেগাঁওতে এক সভায় অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলেমিন তথা মিম-এর বিধায়ক মুফতি মহম্মদ ইসমাইলকে (AIMIM MLA Mufti Ismail) এমনই বলতে শোনা যায়। তিনি এ-ও বলেন, এটি ইসলাম সম্প্রদায়ের সৌজন্যতা বোধ যে এতকিছু ঘটার পরেও তারা এখনও চুপ করে আছে। মূলত মিম নেতা রিজওয়ান কানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করেই এই প্রসঙ্গ উঠেছে। ইসমাইল বলেছেন, “শহরের মধ্যে এক রাজনৈতিক নেতার বাড়িতে গুলি চলল, আর তার জন্য কোনও এফআইআর কেন দায়ের হল না?”

তিনি আরও বলেন, “যদি আমাদের তরফে থেকে এমন কিছু আসত তাহলে পুলিশ সেটা নিয়ে তোলপাড় করে ফেলত। কীকরে শান্তি বজায় রাখতে হয় তা আমরা জানি। আবার এটাও জানি সেই শান্তি কী করে সরিয়ে দেওয়া যেতে পারে। চুড়ি পড়ে আছি, এমন ভাবার কারণ নেই। আমাদের সৌজন্যতা যে আমরা এখনও চুপ করে আছি।” জানা গিয়েছে, এনপিআর ও সিএএ-র ভয়াবহ দিক নিয়ে আলোচনা করছিলেন মালেগাঁওয়ের বিধায়ক। এগুলোর পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়েও কথা বলেন তিনি। আরও পড়ুন-Coronavirus: করোনার গ্রাসে মৃতের সংখ্যা ৩০০০, বিশ্বজুড়ে আক্রান্ত ৮৮ হাজার

এই প্রসঙ্গে লেটেস্টলিকে তিনি বলেন, তাঁর মূল মন্তব্য থেকে কিছুটা অংশকে হাইলাইট করে সংবাদমাধ্যম প্রচার করছে। এই প্রসঙ্গ শুধুমাত্র্র আমার শহরের পরিপ্রেক্ষিতে বলা। এর সঙ্গে সমগ্র মহারাষ্ট্র বা ভারতের কোনও যোগ নেই।