Lalu Prasad Yadav (Photo Credit: Facebook)

পাটনা, ২৮ সেপ্টেম্বর: ‘হিন্দু কট্টরবাদী সংস্থা’ আরএসএস-কে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। বুধবার সাংবাদিকদের একথাই বললেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-সহ একাধিক সহযোগী সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাংবাদিকরা এনিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে লালুপ্রসাদ যাদব আরএসএস প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন। আরও পড়ুন- 7th Pay Commission Latest News: পুজোর আগে সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ছে

PFI নিয়ে কেন্দ্র দারুণ সরব হয়েছে। এদিকে কট্টর হিন্দুত্ববাদী সংস্থা হল RSS। সবার আগে RSS নিষিদ্ধ হওয়া উচিত। সম্প্রতি বিজেপির হাত থেকে বিহার ছিনিয়ে নিয়েছে মহা গঠ বন্ধনের সরকার। এনিয়ে আরজেডি প্রধান বলেন, ২০২৪-এ দেশ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি। আর এই বিজেপি এখন দ্বিতীয় বারের জন্য ভারতে ক্ষমতায় রয়েছে।