নয়াদিল্লি: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আপ নেতা ও দিল্লির মন্ত্রী গোপাল রাই (Delhi Minister and AAP leader Gopal Rai)। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মানুষের দ্বারা দিল্লিতে নির্বাচিত আপের সরকারকে কাজ করতে দিচ্ছে বলে অভিযোগ তাঁর।
এপ্রসঙ্গে তিনি বলেন, "যে ভাবে কেন্দ্রীয় সরকার আপ সরকারের কাজ বন্ধ করে দিচ্ছে এবং আমাদের দলকে শেষ করার ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদ জানাতে গণ স্বাক্ষর কর্মসূচি (signature campaign) নিয়েছি আমরা। বিভিন্ন ভুয়ো দুর্নীতির মামলা হচ্ছে, আমাদের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। আর ওরা এখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (CM Arvind Kejriwal) গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল পয়লা ডিসেম্বর থেকে, আমরা দিল্লির সমস্ত ২৬০০ ভোট কেন্দ্রে 'ম্যায় ভি কেজরিওয়াল' স্বাক্ষর প্রচারের আয়োজন করব। আমাদের দল ঘরে ঘরে যাবে এবং গ্রেফতারের পর অরবিন্দ কেজরিওয়ালের কী করা উচিত। তাঁর পদত্যাগ করা উচিত নাকি জেল থেকে সরকার চালানো উচিত সে সম্পর্কে পরামর্শ চাইবে। জনগণের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এবং এই প্রচার চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।" আরও পড়ুন: Rahul Gandhi In Kerala: ওয়ানাডের আর্ট ফেস্টিভ্যালে রাহুল গান্ধী, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | On AAP launching a signature campaign in Delhi, Delhi Minister and AAP leader Gopal Rai says, "The way the Central govt is stopping the works of the AAP govt and conspiring to finish our party. Fake corruption cases are being registered, and our leaders are being… pic.twitter.com/KevCoAI9Mf
— ANI (@ANI) November 30, 2023