Photo Credits: PTI

নয়াদিল্লি: জেলবন্দি মনীশ শিসোদিয়া (Manish Sisodia) ও সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) পক্ষে সওয়াল করে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) ও আম আদমি পার্টির সুপ্রিমো (AAP Chief) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) একসময়ে যেমন উগ্র আচরণ (extreme) করেছিলেন মোদিও এখন তাই করছেন বলে অভিযোগ করেন তিনি।

এপ্রসঙ্গে বলেন, "ভারতকে যাঁরা উন্নয়নের দিশা দেখাছিলেন তাঁদের প্রধানমন্ত্রীর জন্য জেলে যেতে হয়েছে। আবগারি নীতি (Excise Policy) তো একটা অজুহাত, এতে কোনও দুর্নীতিই হয়নি। প্রধানমন্ত্রী আসলে দিল্লিতে ভালো কাজ (good work) হওয়া আটকাতে চাইছেন। মনীশ শিসোদিয়া গ্রেফতার হয়েছেন কারণ তিনি শিক্ষায় (education) ভালো কাজ করছিলেন। আর সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হয়েছে তিনি স্বাস্থ্য (health) নিয়ে ভালো কাজ করছিলেন বলে। যদি আজকে মনীশ শিসোদিয়া বিজেপিতে (BJP) যোগ দেন, তাহলে কি তাঁকে আগামীকালই জেল থেকে ছেড়ে দেওয়া হবে না। সব মামলা তুলে নেওয়া হবে যদি আজকেই বিজেপিতে যোগ দেন সত্যেন্দ্র জৈন। পাশাপাশি তাঁকেও আগামীকালই জেল থেকে ছেড়ে দেওয়া হবে। আসলে বিষয়টা দুর্নীতি (corruption) নয়, বিরোধীদের বিরুদ্ধে সিবিআই (CBI) ও ইডিকে (ED) লাগিয়ে দিয়ে কাজ আটকানোর চেষ্টা।"

এরপরই মোদির সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "আপ (AAP) সিদ্ধান্ত নিয়েছে বাড়ি বাড়ি গিয়ে (door-to-door campaigning) প্রতিটি মানুষের সঙ্গে কথা বলার। আমরা মানুষকে বোঝাব একসময়ে ইন্দিরা গান্ধী যে উগ্র মনোভাবের নিদর্শন দেখিয়ে ছিলেন এখন কীভাবে সেই পথেই চলেছেন প্রধানমন্ত্রী। জনগণ এর উত্তর দেবেন। তাঁরা সব দেখছেন ও রেগে যাচ্ছেন।"