লুধিয়ানা: 'এক পয়সার দুর্নীতিতেও জড়িত থাকতে দেখলে আমাকে ফাঁসিতে ঝোলান।' শুক্রবার পাঞ্জাবের (Punjab) লুধিয়ানাতে (Ludhiana) জনসভা করতে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আক্রমণ করে এই মন্তব্যই করলেন আম আদমি পার্টির প্রধান (AAP Chief) ও দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "যেদিন আমাকে এক পয়সার দুর্নীতিতেও (corruption) জড়িত থাকতে দেখবেন সেদিন প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দিন (Hang)। কিন্তু, শত চেষ্টা করেও মানুষের উন্নয়নের জন্য আমার কাজ আটকাতে পারবেন না।"
Hang me publicly the day you find me involved in corruption of a single paisa: Arvind Kejriwal attacks PM Modi at Ludhiana rally
— Press Trust of India (@PTI_News) May 5, 2023
মণিপুরে (Manipur) অশান্তি ঠেকাতে কেন্দ্রের বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ জানিয়ে কেজরিওয়াল আরও বলেন, "আমরা পাঞ্জাবের মত সীমান্তবর্তী রাজ্য সামলাচ্ছি। কিন্তু, ওরা মণিপুরকেও নিয়ন্ত্রণ করতে পারছে না। অমৃতপাল সিংয়ের বিষয়টি (Amritpal issue) অত্যন্ত বিচক্ষণতার (maturity) সঙ্গে সামলানোর জন্য আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশকে অভিনন্দন জানাই।"
দেখুন ভিডিয়ো:
VIDEO | "I am very happy to see the speed of growth in Punjab. For the first time, Punjab is touching the heights of development," says AAP leader and Delhi CM @ArvindKejriwal pic.twitter.com/yV6fCn4Qi7
— Press Trust of India (@PTI_News) May 5, 2023
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের শিল্পে ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ এনেছেন বলে দাবি করেন আপ প্রধান বলেন, "পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগ এনেছেন। এর জন্য তাঁকে অভিনন্দন জানাই। পাঞ্জাবের উন্নতির গতি দেখে আমি খুব খুশি হয়েছি। এই প্রথম পাঞ্জাব উন্নয়নের নতুন উচ্চতাকে স্পর্শ করেছে।"
দেখুন ভিডিয়ো:
VIDEO | "Punjab CM @BhagwantMann has brought investments of Rs 40,000 crore in the state," says @ArvindKejriwal. pic.twitter.com/koMVq8Ddf2
— Press Trust of India (@PTI_News) May 5, 2023