জগদলপুর: ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের (Chhattisgarh Assembly Elections 2023) প্রচারে গিয়ে আদিবাসী (Adivasi) উন্নয়ন নিয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। গেরুয়া শিবির ইচ্ছা করে আদিবাসী শব্দটা ব্যবহার করে না বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার জগদলপুরে (Jagdalpur) জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "আদিবাসী শব্দটা একটি বিপ্লবী শব্দ (revolutionary word)। আদিবাসী মানে হল দেশের প্রথম মালিক (owner)। বিজেপি এই শব্দটা ব্যবহার করে না কারণ তারা জানে যে যদি তারা এই শব্দটা ব্যবহার করে তাহলে তাদের জঙ্গল (jungle), জল (water) ও জমি (land) আপনাদের ফিরিয়ে দিতে হবে।" আরও পড়ুন: Cong Attacks BJP: ছত্তিশগড় নির্বাচনে হাওয়ালা যোগের অভিযোগ বিজেপির, পাল্টা কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহারের অভিযোগ কংগ্রেসের
দেখুন ভিডিয়ো:
#WATCH | Jagdalpur, Chhattisgarh: Congress MP Rahul Gandhi says, "'Adivasi' word is a revolutionary word. 'Adivasi' means the first owner of the country...BJP does not use this word because they know that if they use this word they will have to return the jungle, water and land… pic.twitter.com/GbCMsxvce0
— ANI (@ANI) November 4, 2023