Jairam Ramesh (Photo Credit: ANI/Twitter)

নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই ইডির (Enforcement Directorate) মাধ্যমে ছত্তিশগড়, রাজস্থানের মত রাজ্যে তল্লাশি চালানোর জেরে এবার বিজেপিকে কড়া প্রতিক্রিয়া দিল কংগ্রেস। শনিবার দেশের বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে কেননা তারা স্পষ্টতই বুঝতে পেরেছে যে নির্বাচন হওয়া রাজ্যগুলিতে তারা হারতে বসেছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকেই কংগ্রেসের তরফে এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে মহাদেব বেটিং অ্যাপ প্রোমোটারদের ৫০৮ কোটি টাকার চুক্তি হয়েছে বলে অভিযোগ জানিয়েছিল বিজেপি।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের পুত্রকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে জিজ্ঞাসাবাদের পরই এই দাবি করা হয় ইডির তরফে।এছাড়া পেপার লিক কান্ডে রাজ্য কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে তল্লাশি চালায় ইডি।

এই বিষয়টি উঠে আসার পর থেকে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি অভিযোগ জানিয়েছেন যে ছত্তিশগড়ে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার জন্য হাওয়ালার সাহায্য নিচ্ছেন। স্মৃতি ইরানির এই বক্তব্য শুক্রবারের অসীম দাস নামের এক ব্যক্তির গ্রেফতারকে কেন্দ্র করে,  ইডির দাবি ,  এই অসীম দাসকে বিপুল পরিমান অর্থ দিয়ে পাঠানো হয়েছে  সংযুক্ত আরব আমীরশাহী থেকে । নির্বাচনে কংগ্রেসকে অর্থ সাহায্য করার জন্য।

ইডি দাবি করেছে যে জেরায় অসীম দাস স্বীকার করেছেন, ৫০৮ কোটি টাকা দেওয়া হয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে মহাদেব অ্যাপ প্রোমোটারের মাধ্যমে।যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ভূপেশ বাঘেল।