ভোপাল: আশা ছিল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Elections 2023) জিতে ক্ষমতা ফিরবে কংগ্রেস। কিন্তু, ৩ ডিসেম্বর ফলাফল প্রকাশের পর দেখে যায় রীতিমতো ভরাডুবি হয়েছে শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলের। বৃহস্পতিবার এই ঘটনায় ইভিএম মেশিনে কারচুপি হয়েছে অভিযোগ জানিয়ে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালে রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়া (Congress MLA Phool Singh Baraiya)। আরও পড়ুন: Shri Ram Janmabhoomi Trust On Public accommodation: অযোধ্যা রাম মন্দির চত্বরে ভক্তদের থাকার বিষয় নিয়ে কী বললেন জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক! ভিডিয়োতে শুনুন চম্পক রাইয়ের বক্তব্য
কিছু পোস্টারে ইভিএম মেশিনের (posters showing EVM) ছবি এঁকে সেগুলিতে কালো কালি (smears black ink) লাগিয়ে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। এই বিক্ষোভের সময়ে ঘটনাস্থল উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দ্বিগিজয় সিংও (Congress leader Digvijaya Singh)। আরও পড়ুন: Rajnath Singh Meets MK Stalin: ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া পরিস্থিতির সমাধানে রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক এমকে স্ট্যালিনের
দেখুন ভিডিয়ো:
#WATCH | Madhya Pradesh: Congress MLA Phool Singh Baraiya smears black ink on the posters showing EVM outside Raj Bhavan in Bhopal, in the presence of Congress leader Digvijaya Singh. pic.twitter.com/Y2yzar2M9i
— ANI (@ANI) December 7, 2023