Photo Credits: ANI

বিজয়াপুরা: কর্নাটকের (Karnataka) বিজয়াপুরায় রোডশো করতে গিয়ে আদানি ইস্যুতে (Adani issue) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ (attack) করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)। পাশাপাশি কর্নাটকে এবার কংগ্রেস মোট ২২৪টির মধ্য়ে ১৫০ আসনে জিতে ক্ষমতা দখল করবে বলেও দাবি করেন তিনি।

আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী ও বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন, "বাসাভাজি (Basavanna) বলেছিলেন কোটিপতিদের (billionaires) নয় অসহায় ও দুর্বলদের (weak) সাহায্য (help) করো। তিনি কোনওদিন আদানিকে দেশের সম্পদ (country's wealth) দেওয়ার কথা লেখেননি। প্রধানমন্ত্রী ও বিজেপি বাসাভান্নার বিষয়ে কথা বলে। কিন্তু, তিনি যা বলে গিয়েছিলেন তাকে অনুসরণ করে না। আমি যখন সংসদে আদানি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেছিলাম তখন আমার মাইকের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বক্তব্যও মুছে দেওয়া হয়েছিল।"

দেখুন ভিডিয়ো:

এরপরই কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, "কর্নাটকের বিজেপি সরকার (BJP government) দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত (corrupt)। তাই এই রাজ্যের মানুষ এবার তাদের উচিত শিক্ষা দেবেন। কংগ্রেস কর্নাটকে ২২৪টি আসনের মধ্যে ১৫০টিতে জয়লাভ করবে। আর ৪০ শতাংশ কাটমানি খাওয়া বিজেপি সরকার মাত্র ৪০টি আসন পাবে।"