Photo Credits: ANI

ভোপাল: 'একদিকে কংগ্রেস পার্টি (Congress Party) ও গান্ধীজি (Gandhiji) আর অন্যদিকে বিজেপি (BJP), আরএসএস (RSS) ও গডসে (Godse)। আপনারাই ঠিক করুন শাসন ক্ষমতা কাদের হাতে তুলে দেবেন।' শনিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জনসভা থেকে তীব্র আক্রমণ করে এই মন্তব্যই করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে তিনি বলেন, "একদিকে বিজেপি রয়েছে কংগ্রেস পার্টি ও গান্ধীজি আর অন্যদিকে বিজেপি, আরএসএস (RSS) ও গডসে (Godse)। একদিকে ঘৃণা (hatred) আর হিংসা (violence) আর অন্যদিকে রয়েছে ভালোবাসা (love), শ্রদ্ধা (respect) ও সৌভ্রাতৃত্ব (brotherhood)।  বিজেপি যেখানে গেছে সেখানেই ঘৃণা ছড়িয়েছে। কিন্তু, এখন মধ্যপ্রদেশের কৃষক (farmers) ও যুবরা তাদের ঘৃণা করতে শুরু করেছে। মধ্যপ্রদেশ হল দেশে দুর্নীতির মূল কেন্দ্র। এখন মধ্যপ্রদেশ সরকার কৃষকদের ফসলের সঠিক দাম দেয় না। ছত্তিশগড়ে গিয়ে সেখানকার কৃষকদের জিজ্ঞাসা করুন ধানের দাম তাঁরা কত পান। যা আমরা প্রতিশ্রুতি দিই তা পূরণ করি। ভারতের ইতিহাসে এই প্রথমবার কৃষকদের কর দিতে হচ্ছে। ওরা জিএসটি (GST) চালু করেছে। কিন্তু, আমাদের সরকার গরিব ও কৃষকদের জন্য কাজ করে।"

দেখুন ভিডিয়ো:

জাতিগত জনগণনার পক্ষে সওয়াল করে কংগ্রেস সাংসদ আরও বলেন, "যখন আমি প্রশ্ন করি কতজন দলিত, ওবিসি, উপজাতি ও সাধারণ মানুষ আছেন এই দেশে তখন কেউ উত্তর দিতে পারেন না। কেন্দ্র সরকারে আসার পরেই আমাদের প্রথম কাজ জাতিগত আদমশুমারি (caste census) দিয়েই শুরু হবে।" আরও পড়ুন: Manipur Violence: মণিপুরে ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ইম্ফল, শুক্রবার ফের ছড়ায় উত্তেজনা

দেখুন ভিডিয়ো: