বেলাগাভি: বিজেপি (BJP) মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা (betrayed) করেছে, আসল বিষয়গুলো (real issues) থেকে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার (divert) চেষ্টা করছে। রবিবার কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে (Belagavi) নির্বাচনী জনসভা করতে গিয়ে এই অভিযোগই করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী (Congress General Secretary Priyanka Gandhi)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "সমস্ত দিক থেকে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। এই দল মানুষের মন থেকে বেকারত্বের (Unemployment) সমস্যা ও উন্নয়ন না হওয়ার মতো আসল বিষয়গুলি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই নির্বাচন (election) মানুষের কাছে তাঁদের নেতা (leader) বেছে নেওয়ার জন্য। তাঁরা খুব ভালো করেই জানেন যে তাঁদের লুট করা হয়েছে। আর তাই তাঁরা এখন পরিবর্তন (change) চাইছেন।"
কংগ্রেস তাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি (promises) পূরণ করে মানুষের জন্য কাজ করে বলেও রবিবার দাবি করেন প্রিয়াঙ্কা। বলেন, "বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয় আর কোনওদিন সেগুলো পূরণ করে না। কিন্তু, কংগ্রেস তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। কংগ্রেস সবসময় মানুষের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে চলে। আর কোনওদিন তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। আপনারা ইন্দিরা গান্ধী (Indira Gandhi) ও রাজীব গান্ধীর (Rajiv Gandhi) কাজ দেখেছেন এবং আপনারা ভরসা করেন যে আমরা মানুষের জন্য কিছু করব।"
এর আগে বুধবার চিত্রাদুর্গায় একটি রোডশো করতে গিয়ে কর্নাটকের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন প্রিয়াঙ্কা। অভিযোগ করেছিলেন কর্নাটক পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগে দুর্নীতি করেছে বিজেপি সরকার। কমিশন নিয়ে চাকরি দিয়েছে। তাই এই রাজ্য থেকে তাদের উৎখাত করতে হবে। আরও পড়ুন: Mizoram: মিজোরামে এক কোটি ৫৪ লক্ষ টাকার হেরোইন-সহ গ্রেফতার ২
BJP betrayed public, trying to divert from real issues: Priyanka Gandhi in Karnataka
Read @ANI Story | https://t.co/7JNrwrBtaQ#BJP #Congress #Karnataka #PriyankaGandhi #KarnatakaElections2023 pic.twitter.com/spVvtpg0qn
— ANI Digital (@ani_digital) April 30, 2023