নয়াদিল্লি: দিল্লির বাসিন্দাদের বিদ্যুতের বিল থেকে ভর্তুকি (power subsidy) তুলে দিতে চাইছেন রাজ্যের উপরাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা (Delhi LG Vinai Kumar Saxena)। শুক্রবার দিল্লি বিধানসভায় (Delhi Assembly) বক্তব্য রাখার সময় এই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। সেই সঙ্গে বিনয় কুমার সাক্সেনা গত এক বছর ধরে কোনও ভালো কাজ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
Delhi LG is now trying to stop power subsidy, not one good thing done by him in one year: CM Kejriwal in Assembly
— Press Trust of India (@PTI_News) March 24, 2023
লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকে তীব্র আক্রমণ করে আম আদমি পার্টির সুপ্রিমো (AAP Chief) অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এখন বিদ্যুতের বিলের উপর থেকে ভর্তুকি তুলে দেওয়ার চেষ্টা করছেন। এক বছরে একটিও ভালো কাজ (good thing) করেননি তিনি। তবে লেফটেন্যান্ট গভর্নর প্রচুর প্রতিবন্ধকতার (obstacles) সৃষ্টি করলেও আমরা অনেক ভালো কাজ করেছি।"
We did so many good works despite obstacles created by LG: Delhi CM Kejriwal in Assembly
— Press Trust of India (@PTI_News) March 24, 2023
এরপরই দিল্লির উপরাজ্যপালকে পরামর্শ দিয়ে তিনি বলেন, "আপনি গুজরাট (Gujarat) থেকে এসেছেন আর দিল্লি সম্পর্কে কিছুই জানেন না। তাই আসুন একসঙ্গে মিলে উন্নয়নের (development) জন্য কাজ করি। আমরা কোনও লড়াই (fight) করতে চাই না।"
You have come from Gujarat and know nothing about Delhi, let's work together for development; we do not want to fight: CM Kejriwal to LG
— Press Trust of India (@PTI_News) March 24, 2023
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিষয় নিয়েও শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন কেজরিওয়াল। এপ্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে (PM Modi's leadership) দেশকে ধ্বংস করার (destroy country) চেষ্টা চলছে। আসলে তারা ভয় পেয়েছে (scared) বলেই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) লোকসভা থেকে বের করে দিয়েছে।" আরও পড়ুন: National Pension Scheme: সরকারি কর্মচারীদের জন্য জাতীয় পেনশন সিস্টেমের উন্নতিতে কমিটির ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (দেখুন ভিডিও)
Under PM Modi's leadership, attempt being made to destroy country; they disqualified Rahul Gandhi from LS, they are scared: CM Kejriwal
— Press Trust of India (@PTI_News) March 24, 2023