জনসভায় দুর্ব্যবহার ও মারধরের অভিযোগে তামিলাগা ভেট্ট্রি কাঝাগামের প্রধান তথা দক্ষিণী অভিনেতা বিজয় (Tamilaga Vettri Kazhagam chief and actor Vijay) এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুধুই বিজয় নন, ওই জনসভায় মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগকারীর নাম শরৎ কুমার। তার দাবি, গত সপ্তাহে মাদুরাইতে বিজয় যে বিশাল রাজনৈতিক জনসভা আয়োজন করা হয়েছিল তাতে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে। দুর্ব্যবহার করেছে বিজয়ের নিরাপত্তারক্ষীরা। তার কাছে যাওয়ার চেষ্টা করতেই মারধর করা হয়েছে, এমনকী ছুড়েও ফেলে দেওয়া হয়েছে।
জনসভায় দুর্ব্যবহার ও মারধরে অভিযুক্ত বিজয় থালাপতি:-
#BreakingNews | A case has been filed against Tamilaga Vettri Kazhagam (#TVK) chief and actor #Vijay for manhandling an individual at a party event in #Madurai @nimumurali @toyasingh pic.twitter.com/pYad48qejr
— News18 (@CNNnews18) August 27, 2025
মূল অভিযোগে বলা হয়েছে, মাদুরাইয়ের জনসভায় র্যাম্পের মধ্যে দিয়ে যখন টিভিকে প্রধান বিজয় হেঁটে যাচ্ছিলেন, তখন তাঁকে কেউ ছোঁয়ার আবার কেউ মালা পরাতে এগিয়ে যান। তারা সকলেই বিজয়ের দলের কর্মী-সমর্থক কিংবা অনুরাগী। সাত ফুট উঁচু ওই র্যাম্পে উঠে বিজয়কে স্পর্শ করার চেষ্টা করতেই মারধর করেন বিজয়ের নিরাপত্তারক্ষীরা। এমনটাই অভিযোগ শরতের। মঙ্গলবারই তামিলনাড়ুর পেরামবালুর থানায় বিজয় ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি।
Case filed against #TVK chief #ThalapathyVijay
Fans Attempted to Meet Vijay, who was walking on the Ramp during the 2nd Conference of the #TVKPaty
During this time A fan Lodged a complaint at the ,Alleging that bouncers Obstructed and Assaulted him pic.twitter.com/fF8VcHobOD
— 4K Cinemas (@4kCinemass) August 27, 2025