ভোপাল: সংসদের সিঁড়িতে বসে বিক্ষোভ দেখানোর সময় উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের আচরণের নকল করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee)। যার ভিডিয়ো তুলতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Congress leader Rahul Gandhi)। যা নিয়ে দারুণ শোরগোল হচ্ছে দেশের রাজনীতিতে। আরও পড়ুন: LokSabha Suspended Two More MPs : বরখাস্ত আরও ২ সাংসদ, সংসদে মোট বরখাস্ত সদস্যের সংখ্যা দাঁড়াল ১৪৩
দেখুন ভিডিয়ো:
VIDEO | BJP workers protest against TMC MP Kalyan Banerjee and Congress leader Rahul Gandhi in Bhopal, Madhya Pradesh over Parliament mimicry row. pic.twitter.com/XKL2k818Hm
— Press Trust of India (@PTI_News) December 20, 2023
একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন বিজেপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। বুধবার দুপুরে এই বিষয়ে (Parliament mimicry row) লোকসভার চত্বরে থাকা গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা সাংসদরা। অবিলম্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালেও (Bhopal) কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর বিরুদ্ধে বুধবার দুপুরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। ভিডি শর্মা, কৈলাশ বিজয়বর্গীয় ও বিশ্বস সারং-সহ বিজেপি নেতাদের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কুশপুতুলও পোড়াতে (burn effigies) দেখা যায়। আরও পড়ুন: 144 In Mumbai: ২০ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি মুম্বইয়ে
দেখুন ভিডিয়ো:
VIDEO | BJP leaders, including VD Sharma, Kailash Vijayvargiya and Vishvas Sarang, burn effigies of TMC MP Kalyan Banerjee and Congress MP Rahul Gandhi in Bhopal over the Parliament mimicry row. pic.twitter.com/0xs58R0bAF
— Press Trust of India (@PTI_News) December 20, 2023