নয়াদিল্লি: মাঝে মধ্যেই বিজেপির কিছু সাংসদের (BJP MPs) বিরুদ্ধে দলীয় অনুষ্ঠানকে (party programmes) গুরুত্ব না দেওয়ার (not showing interest) অভিযোগ ওঠে। শীর্ষ নেতৃত্বের তরফে বারবার এই বিষয়ে ওই মানসিকতার সাংসদদের এই বিষয়ে সতর্ক করা হলেও খুব একটা কাজ হয়নি বলে অভিযোগ গেরুয়া শিবিরের অন্দরেই। অনেক সময়ই বিভিন্ন দলীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য বার্তা দেওয়া হলেও কেউ কেউ তা এড়িয়ে যান।
শুক্রবার এই মানসিকতার দলীয় সাংসদদের কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (BJP national president JP Nadda)। দলীয় অনুষ্ঠানকে গুরুত্ব না দেওয়ার জন্য তাঁদের কটাক্ষ করার পাশাপাশি খুব তাড়াতাড়ি মানসিকতায় পরিবর্তন আনার পরামর্শ দিলেন তিনি।
এপ্রসঙ্গে বলেন, "বিজেপির কাছে দলীয় সাংসদদের কাজকর্মের (work) তথ্য (information) আছে। তাই যাঁরা কাজ করছেন না তাঁরা অবিলম্বে নিজেদের আচরণ (attitude) ও মানসিকতার পরিবর্তন (change) করুন। আর দলের তরফে আয়োজন করা অনুষ্ঠানগুলিতে সক্রিয়ভাবে (actively participate) যোগ দিন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024)উপলক্ষে বিজেপি বিশেষ প্রচার কর্মসূচী মহা জন সম্পর্ক অভিযান (special campaign Maha Jan Sampark Abhiyan) শুরু করেছে। আশা করব যে সমস্ত সাংসদরা দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেন না তাঁরা মানসিকতা পাল্টে এই কর্মসূচীতে যোগ দেবেন।" আরও পড়ুন: Amarnath Yatra 2023: অমরনাথ যাত্রায় নিষিদ্ধ হল ফাস্ট ফুড, ভাজা জিনিস সহ ৪০টি খাবার
#BJP national president #JPNadda has hauled up party MPs for not showing interest in party programmes. For #LoksabhaPolls2024, BJP has been running a special campaign Maha Jan Sampark Abhiyan.
He said BJP has information about the work being done by party MPs so the… pic.twitter.com/su5TLM9869
— IANS (@ians_india) June 16, 2023