এক যুবকের সৌজন্যে গোটা দেশের নজরে এই কেন্দ্র। যে যুবক দিল্লিতে পড়তে গিয়ে দেশদ্রোহীর তকমা পেয়েছে। অভিযোগ তিনি জেএনইউ-তে দেশদ্রোহী স্লোগান তুলেছিলেন। সেখান থেকে তার বিরুদ্ধে মামলা। অন্যদিকে, বলা হয়েছিল বামপন্থী কানাহাইয়া কুমারের তুমুল জনপ্রিয়তায় ভয় পেয়েই তাঁর বিরুদ্ধে পরিকল্পনা করে এই চার্জ আনা হয়েছিল।

সেই কানহাইয়া কুমার এবার তাঁর গ্রামের কেন্দ্র বেগুসরাই থেকে সিপিআই প্রার্থী। সিপিআই এখানে মাত্র একবার জিতেছিল, সেটাও সেই ১৯৬৭ সালে। গতবার এখানে বিজেপি কোনওরকমে জিতেছিল। কানাহাইয়া কুমারের বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে। যিনি গতবার অন্য একটি আসন থেকে প্রার্থী হয়ে জিতেছিলেন। কিন্তু কানহাইয়াকে হারাতে এবার গিরিরাজকে বেগুসরাইয়ে এনে ময়দানে নেমেছে বিজেপি।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা

গিরিরাজ সিং (বিজেপি)

কানহাইয়া কুমার (সিপিআই)

তনবীর হাসান (আরজেডি)

গৌরব কুমার (বিএলআরপি)

২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল

ডক্টর ভোলা সিং (বিজেপি)- ৪,২৮,২২৭টি ভোট (৩৫.৭২%)

তনবীর হাসান (আরজেডি)- ৩,৬৯,৮৯২টি ভোট (৩৪.৩১%)

রাজেন্দ্র প্রসাদ সিং (সিপিআই)- ১,৯২,৬৩৯টি ভোট (২০.৭৬%)

ফলাফল- ভোলা সিং (বিজেপি) জয়ী ৫৮,৩৩৫ ভোটে।

মন্তব্য- কানহাইয়া কুমার প্রচারে সাড়া ফেলছেন সে বিষয়ে সন্দেহ নেই। তবে অনেকটা পিছনে থেকে শুরু করছেন বলে অত ভোট মেকআপ দিয়ে যদি জিতে যান সেটা ইতিহাস হবে। কানহাইয়া কুমার বলছেন, তিনি ইতিহাস গড়বেন। বিজেপি প্রার্থী গিরিরাজ সব উজাড় করে প্রচার করছেন।