নয়াদিল্লি: বৃহস্পতিবার লোকসভায় (Lok Sabha) অনাস্থা প্রস্তাব বিতর্কে (debate on no-confidence motion) অংশ নিয়ে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারকে (Central govt) তীব্র আক্রমণ করলেন মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM MP Asaduddin Owaisi)। গতকাল লোকসভায় (Lok Sabha) বক্তব্য রাখতে গিয়ে ভারত ছাড়ো (Quit India) স্লোগানটির ব্যবহার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। আজকে বক্তব্য রাখতে গিয়ে সেই প্রসঙ্গ উত্থাপন করে দেশ (country) আগে না হিন্দুত্ব (Hindutva) তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জানতে চান ওয়াইসি।
লোকসভায় বক্তব্য রাখতে তিনি বলেন, "গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারত ছাড়ো প্রসঙ্গে কথা বলেছেন। আমি অবাক হব যখন ওরা জানতে পারবেন ভারত ছাড়ো শব্দটির ব্যবহার প্রথম একজন মুসলিম ইউসুফ মেহের আলি ((Yusuf Mehar Ali)) করেছিলেন। তখন ওরা আর এই শব্দটি ব্যবহার করবেন না। আমি বলতে চাই কেন্দ্রীয় সরকার যে ধরনের রাজনীতি করছে তা দেশের ক্ষতি করবে। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে হিন্দুত্ব কি দেশের থেকেও বেশি গুরুত্বপূর্ণ?"
দেখুন ভিডিয়ো:
#WATCH | AIMIM MP Asaduddin Owaisi, says "Our Home Minister was talking about 'Quit India' yesterday. I wonder if he gets to know that the word 'Quit India' was coined by a Muslim, he will not use this word. I want to say that the kind of politics you (Central govt) are doing… pic.twitter.com/KCKREpl5Hl
— ANI (@ANI) August 10, 2023
এরপরই দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর বঞ্চনা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে ওয়াইসি বলেন, "একাধিক স্কলারশিপ বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে ১ লক্ষ ৮০ হাজার মুসলিম তাঁদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধির (UCC) ফর্মুলা কী? এক ধর্ম, এক সংস্কৃতি ও এক ভাষার ফর্মুলা স্বৈরাচারিতার নিদর্শন। ভারত বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে উঠেছে। যখন নুহ-তে ৭৫০টি বিল্ডিং ধ্বংস করা হল তখন সরকার কি অচৈতন্য ছিল?"
দেখুন ভিডিয়ো:
VIDEO | "Several scholarships were discontinued as a result of which 1.80 lakh Muslims failed to complete their higher education," says AIMIM leader @asadowaisi during debate on no-confidence motion debate in Lok Sabha.#NoConfidenceMotion
(Source: Third Party) pic.twitter.com/XplhWoqAjG
— Press Trust of India (@PTI_News) August 10, 2023
ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের জেলে বন্দি থাকা কুলভূষণ যাদবের (Kulbhushan Jadhav) প্রসঙ্গও লোকসভায় আজ তোলেন মিম প্রধান। এপ্রসঙ্গে বলেন, "কুলভূষণ যাদব কোথায়, তিনি পাকিস্তানে রয়েছেন জেনেও তাঁকে ফিরিয়ে আনা হচ্ছে না কেন। আপনারা কি কুলভূষণ যাদবকে ভুলে গেলেন।" আরও পড়ুন: Ladakh : লাদাখে আটকে পড়া ৫ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যকে উদ্ধার ভারতীয় বায়ুসেনার