পাটনা: বিহারের (Bihar) বিজেপির (BJP) বাড়বাড়ন্তের (Strengthening) জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) ও জেডি(ইউ) (JD(U)) নেতা নীতীশ কুমারকেই (Nitish Kumar) দায়ী করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। এর পাশাপাশি বিহারে তাঁদের দলের বিধায়কদের (AIMIM's MLA) ভুল বুঝিয়ে আরজেডি (RJD)-তে নিয়ে যাওয়ার চেষ্টা উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Deputy Chief Minister Tejaswi Yadav) করছেন বলেও অভিযোগ করেন তিনি।
দুদিনের সফরে শনিবার বিহারের সীমাঞ্চল (Seemanchal)-তে এসেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এখানে এসে বিহারের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "নীতীশ কুমার বলছেন মিম হল মুসলিম সম্প্রদায়ের (Muslim community) একটি রাজনৈতিক দল। আমি তাঁকে বলতে চাই, তাঁর দৌড় শুধুমাত্র কুর্মি ((Kurmi) ও কুশওয়ার (Kushwaha) মধ্যে সীমাবদ্ধ। বিহারে বিজেপি শক্তিশালী হওয়ার জন্য ও তাদের বাড়বাড়ন্তের জন্য নীতীশ কুমারই দায়ী। আমি সীমাঞ্চলের মানুষদের বিচার পাইয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছিলাম আর তাই সেই লড়াই লড়ার জন্যই এখানে এসেছি।"
এরপরই বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে আক্রমণ করে হায়দরাবাদের সাংসদ বলেন, "২০২০ সালের বিধানসভা নির্বাচনে সীমাঞ্চলের মানুষ আর্শীবাদ করে আমাদের দলকে পাঁচটি আসন দিয়েছিলেন। কিন্তু, আরজেডি টাকার জোরে আমাদের চারজন বিধায়ককে কিনে নিয়েছে। আমি তাদের বলতে চাই তারা বিধায়ক কিনতে পারে কিন্তু, মানুষের সমর্থন কিনতে পারবে না।"
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদ থেকে বিমানে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন আসাদউদ্দিন ওয়েইসি। আর শনিবার সকালে সংখ্যালঘু অধ্যুষিত বিহারের কিষাণগঞ্জ জেলায় রাজনৈতিক কর্মসূচী শুরু করেন। আরও পড়ুন: Cheating: দৈনিক সুদ ১০ শতাংশ! ১০ দিনে ৪০ কোটি তুলে পুলিশের জালে
#AIMIM chief #AsaduddinOwaisi blamed Chief Minister #NitishKumar for strengthening the #BJP in Bihar, and also targetted #TejashwiYadav for poaching his MLAs.
Read: https://t.co/Dvkyc1CHco pic.twitter.com/VVFdwW8cmR
— IANS (@ians_india) March 18, 2023