শ্রীপেরুম্বুদুর, ৭ সেপ্টেম্বর: তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে রাজীব গান্ধীর স্মৃতিতে সম্মান জানিয়ে এবং “ভারত জোড়ো যাত্রা” চালু করার দিন রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, ঘৃণ্য রাজনীতির কারণে বাবাকে হারিয়েছেন, কিন্তু দেশের কোনও ক্ষতি হতে তিনি দেবেন না। আরও পড়ুন-Brave Woman Fights Off Tiger: একরত্তিকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করলেন মা, পড়ুন গায়ে কাঁটা দেওয়া সেই ঘটনা
তিনি টুইট করে বলেছেন "এই ঘৃণ্য রাজনীতির কারণে আমার বাবাকে হারিয়েছি, কিন্তু দেশের কোনও ক্ষতি হতে আমি দেব না। ভালোবাসার মাধ্যমে আমরা ঘেন্নাকে হারাবো, আশার মাধ্যমে আমরা ভয়কে জয় করব। একসাথে আমরা ঠিক ঘুরে দাঁড়াবো।"
এদিন শ্রীপেরুম্বুদুরে রাজীব গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান রাহুল গান্ধী। ১৯৯১ সালের ২১ মে রাজীব গান্ধীকে এখানেই খুন করা হয়েছিল। পরে রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে তাঁর “ভারত জোড়ো যাত্রা” শুরু করবেন।
মহাত্মা গান্ধী মন্ডপমে একটি প্রার্থনা হবে এবং জাতীয় পতাকা আদান প্রদানের অনুষ্ঠান হবে। তারপরে ভারত জোডো যাত্রীদের সঙ্গে তিনি হাঁটবেন। দলের মুখপাত্র শামা মহম্মদ জানিয়েছেন গান্ধী, বিবেকানন্দ এবং থাইরিভুয়াল্লভুর তিনজনেই সহনশীলতার সমর্থক ছিলেন এবং এই জায়গাটি ভারতের একদম দক্ষিণে অবস্থিত।
তিনি বিজেপিকে আক্রমণ করে বলেছেন বিজেপি এই যাত্রায় ভয় পাচ্ছে কারণ তারা বাসে যাত্রা করেছে, কিন্তু এই যাত্রায় আমরা বেশি মাত্রায় মানুষের সঙ্গে একাত্ম হতে পারবো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন “আমরা মানুষকে মুদ্রাস্ফীতি ও সাম্প্রদায়িক মেরুকরণ সম্পর্কে সচেতন করতে পারব।”