Sanjay Singh Taking Mother's Blessings: মায়ের আর্শীবাদ নিয়ে ইডি হেফাজতে গেলেন আপ সাংসদ সঞ্জয় সিং, চোখে জল আনা ভিডিয়ো
Photo Credits: AAP

নয়াদিল্লি: বুধবার বিকেলে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। ইডির হেফাজতে যাওয়ার আগে তিনি নিজের মাকে প্রণাম করে তাঁর আর্শীবাদ নেন (Sanjay Singh Taking Mother's Blessings)।

আপ-এর এক্স হ্যান্ডেল থেকে সেই মুহূর্তের ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, যার মাথায় মায়ের আশীর্বাদ, কেউ তাঁর ক্ষতি করতে পারবে না। প্রত্যেক বিপ্লবীকে জেল দেখতে হয়, আজ সঞ্জয় সিংও এই সুবিধা পেয়েছেন। তিনি ভীত ছিল না, ভয় পাবে না,অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আরও পড়ুন: AAP MP Sanjay Singh: ছেলের গ্রেফতারি প্রসঙ্গে কী বললেন আপ সাংসদ সঞ্জয় সিং-এর বাবা! দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: