বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভায় অধিবেশন (Karnataka Legislative Assembly) চলার সময় সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার (Deputy Speaker)। বুধবার অধিবেশন (Karnataka Legislative Assembly Session 2023) চলার সময় তাঁকে লক্ষ্য করে কাগজ ছোঁড়ার (throwing paper) অভিযোগ উঠেছিল ১০ জন বিজেপি বিধায়কের (MLA) বিরুদ্ধে। এর জেরে তাঁদের সাসপেন্ড (suspended) করা হল।
10 BJP MLAs suspended in Karnataka for remainder of assembly session for "indecent and disrespectful" conduct in the House on Wednesday
— Press Trust of India (@PTI_News) July 19, 2023
ওই বিজেপি বিধায়করা হলেন, সুনীল কুমার (Sunil Kumar), আর অশোক (R Ashok), সিএন অশ্বথ নারায়ন (CN Ashwath Narayan), যশপাল আনন্দ সুভার্না (Yashpal Anand Suvarna), ডি বেদব্যাস কামাথ (D Vedavyas Kamath), অরবিন্দ বেল্লাদ (Arvind Bellad), অর্ঘ্য জনেন্দ্র (Araga Jnanendra), উমানাথ কোটিনা (Umanatha Kotian), ধীরাজ মুনিরাজু (Dheeraj Muniraju) এবং ভারত শেট্টি ওয়াই (Bharath Shetty Y)। তাঁদের কৃতকর্মের জেরে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। আরও পড়ুন: Derailed Train In Tirupati: লাইনচ্যুত হল তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনের শেষ বগি, রেলকর্মীদের তৎপরতায় ট্র্যাকে ফিরল বগি
Karnataka Legislative Assembly Session 2023 | Sunil Kumar, R Ashok, CN Ashwath Narayan, Yashpal Anand Suvarna, D Vedavyas Kamath, Arvind Bellad, Araga Jnanendra, Umanatha Kotian, Dheeraj Muniraju and Bharath Shetty Y, have been suspended for this session for throwing paper on…
— ANI (@ANI) July 19, 2023
দেখুন কর্নাটক বিধানসভায় হওয়া গণ্ডগোলের ভিডিয়ো:
#WATCH | Bengaluru, Karnataka: BJP MLAs create ruckus in the Karnataka Assembly; shouting against State Government's decision to depute IAS officers for an opposition party meeting held in Bengaluru
(Video source: Karnataka Assembly) pic.twitter.com/ABRSTkf6OL
— ANI (@ANI) July 19, 2023