নয়াদিল্লিঃ ছেলেবেলা থেকেই রাজনীতির(Politics) সঙ্গে পরিচয়। পরে বাবা-মায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। বর্তমানে পোড় খাওয়া রাজনীতিবিদদের মধ্যে অন্যতম তিনি। বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বেও ছিলেন। তবে রাজনীতি নয় ক্রিকেট(Cricket) ছিল লালু প্রসাদ যাদবের(Lalu Prasad Yadav) ছেলে তেজস্বী যাদবের(Tejashwi Yadav) প্রথম ভালবাসা। তবে বাইশগজ থেকে মুখ ফিরিয়েছেন, তুলে রেখেছেন সাধের ব্যাট-বল। কিন্তু সেই আক্ষেপ আজও মেটেনি, তা স্পষ্ট তাঁর কথায়। এ বার ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে তেজস্বী জানালেন, বিরাট কাহলি তাঁর নেতৃত্বে খেলেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে লালু পুত্র দাবি করেন বিরাট কোহলি সহ ভারতীয় ক্রিকেট দলের একাধিক সদস্য তাঁর ব্যাচমেট ছিলেন একসময়। তেজস্বীর কথায়, "বিরাট কোহলি আমার নেতৃত্বে খেলেছে, কেউ এসব নিয়ে কথা বলে? ক্রিকেট আমার ভালবাসা। আমি ক্রিকেটার ছিলাম। পেশাদারিত্বের সঙ্গে ক্রিকেটটা খেলতাম। শুধু তাই নয়,ভাল খেলতাম। ভারতীয় টিমের অনেকেই আমার ব্যাচমেট।" পরে শারীরিক কারণে ক্রিকেটকে বিদায় জানাতে হয় তাও জানান বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। আক্ষেপের সুরে বলেন, "চোট পেয়েছিলাম। লিগামেন্ট ছিড়ে যায়। আর থাক সে কথা...। তেজস্বীর এই সাক্ষাৎকারের বেশকিছুটা অংশ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এরপর থেকেই ট্রোলের শিকার হতে হচ্ছে আরজেডি নেতাকে।
ট্রোলিংয়ের শিকার লালু পুত্র তেজস্বী
"Virat Played Under Me, Many India Players Are...": Tejashwi Yadav https://t.co/42P2HrVJKi pic.twitter.com/8Ior3zv4q2
— CricketNDTV (@CricketNDTV) September 15, 2024