শ্রীনগর, ২২ সেপ্টেম্বর: জঙ্গি (militant) ভেবে পুলিশকর্মীকে (Policeman) লক্ষ্য করে গুলি, উপত্যকায় সহকর্মীর হাতে মৃত্যু পুলিশকর্মীর৷ গতকাল সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা জেলায়৷ অজয় ধর নামের ওই পুলিশকর্মী কুপওয়ারার লাঙ্গতে হান্দওয়ারার বাসিন্দা৷ অজয়বাবু মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় এক মন্দিরে প্রায় জোর করে প্রবেশের চেষ্টা করছিলেন৷ এই সময় কাছেই ছিলেন তাঁর সহকর্মী৷ মন্দিরে প্রবেশের জন্য জোরাজুরি করছেন দেখে, অজয়বাবুকে জঙ্গি ভেবে ভুল করেন তিনি৷ এমনকী, গুলিও চালিয়ে দেন৷ বিষয়টি প্রকাশ্যে আসতে ভুলটা ধরা পড়ে৷ তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে৷ তড়িঘড়ি গুরুতর আহত অজয় ধরকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর শ্রীনগরে স্থানান্তর করা হয়৷ আরও পড়ুন-Bengaluru Shocker: আত্মহননের আগে নাবালিকা কন্যাদের ফাঁসি দেওয়ার চেষ্টা অবসাদগ্রস্ত গৃহবধূর, মৃত ১
জানা গেছে, সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই জটিল আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়৷ কানে হেডফোন সমেত মন্দিরে প্রবেশের চেষ্টা করছিলেন অজয় ধর৷ মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী তাঁকে বার বার নিষেধ করলেও হেডফোন টপকে তাঁর কানে সেকথা পৌঁছায়নি৷ স্বাভাবিক ভাবেই তিনি নিরাপত্তা রক্ষীর প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি৷ তাতেই সন্দেহ হওয়ায় ওই পুলিশকর্মী অজয় ধরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়৷
এই প্রসঙ্গে উত্তর কাশ্মীরের ডিজি সুজিত কুমার জানিয়েছেন, এক দুর্ভাগ্যজনক ঘটনা৷ মধ্যরাতে জোর করে মন্দিরে ঢুকতে গিয়ে নিরাপত্তারক্ষীর গুলিতে প্রাণ হারালেন হান্দওয়ারায় কর্মরত পুলিশকর্মী অজয় ধর৷ নিরাপত্তারক্ষীর মনে হয়েছিল উগ্রপন্থীরা মন্দিরে ঢোকার চেষ্টা করছে৷ তাই তিনি গুলি চালিয়ে দেন৷