চেন্নাই, ২০ ফেব্রুয়ারি: প্রেমের বিয়েতে পুলিশের বাগড়া দেওয়ার খবর কোনও নতুন ঘটনা নয়। কিন্তু পুলিশ কিনা ঘটকালি করে বিয়ে দিচ্ছে, এমন ঘটনা খবর হলে লোকজন তাকিয়ে দেখে বৈকি। তেমনই ঘটনা ঘটল চেন্নাইতে। সেখানকার এক মোবাইল শোরুমে কাজ করতেন এক তরুণী ও তরুণ। তাঁদের মধ্যে সহকর্মীর সম্পর্ক ভালবাসায় বদলে যেতে সময় নেয়নি। ঘনিষ্ঠতার কারণে তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়েন। তখনই বাধে গোল। গত মাসেরই ঘটনা। ওই তরুণী প্রেমিককে বিষয়টি জানিয়ে বিয়ের প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গে তরুণের দাবি, বিয়ে তিনি করবেন তবে আগে গর্ভপাত করাতে হবে। তিন বছরের সম্পর্কের এই পরিণতি দেখে থানায় (Police station) চলে যান ওই তরুণী।
সহকর্মী যুবক যে তাঁকে ঠকিয়েছে তা থানায় গিয়ে জানিয়ে আসেন। সবটা শুনে দুজনকেই থানায় ডাকা হয়। শেষপর্যন্ত জেল হাজতের ভয়েই দুজনে সমঝোতায় আসেন। এই ঘটনার দশ দিনের মধ্যেই তাঁদের চার হাত এক করে দেওয়া হয়। আরও পড়ুন-Bareilly Class 10 Student Threatens To Blow Up School: ২ লক্ষ টাকা না দিলে বোমায় উড়বে স্কুল, হুমকি দিয়ে পুলিশের জালে পড়ুয়া
আসলে গন্ডগোলটা করেছে বরের পক্ষ। এক সময় প্রেমের টানে গর্ভপাতে রাজি হয়ে যান ওই তরুণী। তিনি নিজেই সেসব করিয়ে নেন। তারপর ফের প্রেমিককে বিয়ের তাগাদা দিলে দেখা যায় যুবক আর বিষয়টি গায়ে মাখছে না। তাঁর পরিবারের তরফেও কোনও উচ্চবাচ্চ নেই। এবার বাধ্য হয়েই ফের থানায় যান ওই তরুণী। পুলিশ যুবককে হাজিরার নির্দেশ দিলে সে থানায় আসে। সেখানেই বিয়ের আয়োজন করা হয়।