রমজান মাস পড়ে গিয়েছে। আজ, মঙ্গলবার ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রোজা রাখা শুরু হয়েছে। রোজা ভাঙার পর হায়দারাবাদে হালিম খাওয়ার চল আছে।
এদিন চারমিনারের শহরের মালাকপেট বাজারের এক দোকানে ঘোষণা করা হয়, রোজা শেষে সন্ধ্যায় সেখানে বিনামূল্যে হালিম দেওয়া হবে। এরপরই আজ সেই দোকানের সামনে বড় লাইন পড়ে। যত সময় গড়ায় ভিড় তত বাড়তে থাকে। ভিড় কিছুক্ষণ পর স তারপর একটা সময় হুড়হুড়িতে ধ্বস্তাধ্বস্তি, উত্তেজনা শুরু হয়। কাজের দিনে রাস্তায় মারাত্মক ভিড়ে হায়দরাবাদের ব্যস্ততম রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে যায়।
দেখুন ভিডিয়ো
VIDEO | Police resorted to lathicharge to disperse the crowd that thronged a restaurant in Hyderabad's Malakpet allegedly to get free Haleem earlier today.
The restaurant management called the police after the crowd went out of control, leading to a massive traffic jam in the… pic.twitter.com/dBRnLO9sbd
— Press Trust of India (@PTI_News) March 12, 2024
ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে খবর দেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এরপর পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রম করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। বেশ কয়েক মিনিটের চেষ্টার পর দোকান বন্ধ করে জায়গা ফাঁকা করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক সময় পুলিশ এসে পরিস্থিতি না সামলালে বড় বিপদ হয়ে যেতে পারত।