প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

জয়পুর: এক নাবালিকাকে (minor girl) ধর্ষণ (rape) করার অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের (police personnel) বিরুদ্ধে। পাশবিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) দাউসা (Dausa) এলাকায়। এই বিষয়ে অভিযোগ নথিভুক্ত হওয়ার পর তদন্ত নেমেছে পুলিশ। আরও পড়ুন: Uttarakhand: বহুবিবাহ বন্ধ, সহবাস নথিভুক্তকরণের মধ্যে দিয়ে উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধিতে আমূল পরিবর্তন!

এপ্রসঙ্গে দাউসারর এএসপি বজরঙ্গ সিং শেখাওয়াত (Bajrang Singh Shekhawat) বলেন," নির্যাতিতার অভিযোগ অনুসারে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং একজন তদন্ত আধিকারিক (investigation officer) নিয়োগ করা হয়েছে। বর্তমানে তদন্ত করা হচ্ছে। আজ অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। গতকালই তাকে বরখাস্ত (suspended) করা হয়েছিল। তাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, পকসো আইন এবং এসসি/ এসটি আইনের ৩ ধারার অধীনে গ্রেফতার করা হবে।" আরও পড়ুন: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা, ১১ নভেম্বর ব্রিটেন সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর

দেখুন ভিডিয়ো: