শ্রীনগর, ১৮ জুন: বাড়ির পাশের ধানক্ষেত থেকে উদ্ধার হল জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu And Kashmir Police) এক অফিসারের মৃতদেহ। মৃতের নাম ফারুক আহমেদ মীর (Farooq Ahmad Mir)। তাঁর বাড়ি পাম্পোর (Pampore) শহরের কাছে সাম্বুরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাব-ইন্সপেক্টর ফারুককে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর হৃৎপিণ্ডের কাছে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। সহ সাম্বুরা গ্রামের ধানক্ষেতের মৃতদেহ পাওয়া গেছে।
জানা গিয়েছে, পাম্পোরের লেথপোরায় আইআরপি-র ২৩ নম্বর ব্যাটালিয়নে পোস্টিং ছিলেন ফারুক। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য় হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন: PM Modi Meets Mother Heeraben: ১০০ বছরে পা দিয়েছে মা,গান্ধীনগরের বাড়িতে নরেন্দ্র মোদী
Dead body of Farooq Ah Mir of Samboora Si(M) posted in IRP 23 BN was found in paddy fields near his home. Preliminary investigation reveals that he had left his home for work in his paddy fields last evening,where he was shot dead by terrorists using a pistol: Kashmir Zone Police
— ANI (@ANI) June 18, 2022
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে তিনি গত সন্ধ্যায় ধানখেতে কাজের জন্য গিয়েছিলেন ফারুক। যেখানে জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করেছে।