আগামীকাল (২৬ জানুয়ারি)  প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ৯০১ জন পুলিশ কর্মীকে সম্মানিত করা হচ্ছে। এই ৯০১ জনের মধ্যে বীরত্বের জন্য জন্য পুলিশ পদক (Police Medal for Gallantry ,PMG) বিভাগে পুরস্কৃত হবেন ১৪০ জন, বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (President’s Police Medal,PPM) 93 জনকে এবং 668 জনকে মেধাবী সেবার জন্য পুলিশ পদক (Police Medal for Meritorious Service,PM) প্রদান করা হবে।

১৪০ টি বীরত্ব পুরস্কারের মধ্যে, মাওবাদী অধ্যুষিত এলাকার ৮০ জন কর্মী এবং জম্মু ও কাশ্মীরের ৪৫ জন কর্মীকে তাদের বীরত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। বীরত্ব পুরষ্কার প্রাপ্ত কর্মীদের মধ্যে ৪৮ জন সিআরপিএফ, ৩১ জন মহারাষ্ট্রের, ২৫ জন জম্মু ও কাশ্মীর পুলিশের, ৯জন ঝাড়খণ্ড পুলিশের,এবং দিল্লি, ছত্তিশগড় এবং বিএসএফ থেকে ৭জন করে এই পুরস্কার পাচ্ছেন। বাকিরা অন্যান্য রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল এবং সিএপিএফ থেকে এসেছেন।

Total 901 police personnel have been awarded Police medals on the occasion of Republic Day. Police Medal for Gallantry (PMG) has been awarded to 140, President’s Police Medal for Distinguished Service (PPM) to 93 & Police Medal for Meritorious Service (PM) has been awarded to 668