বিপিন ও নিকি (ছবিঃX)

নয়াদিল্লিঃ গ্রেটার নয়ডায় (Greater Noida)যৌতুকের (Dowry) দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় নতুন মোড়। স্বামী ও শাশুড়ির পর গ্রেফতার মৃতার শ্বশুর, ও ভাসুর। সোমবার সকালে ভাসুর রোহিত ভাটি এবং শ্বশুর সত্যবীর ভাটিকে গ্রেফতার করেছে পুলিশ। বোন নিক্কির মৃত্যুর পর পুলিশের দ্বারস্থ হন তাঁর দিদি কাঞ্চন। ভাটি পরিবারেরই আর এক পুত্রবধূ তিনি। অভিযোগ, এদিন নিক্কিকে ব্যাপক মারধর করে স্বামী বিপিন ও শাশুড়ি দয়া ভাটি। তারাই নিক্কির গায়ে আগুন লাগিয়ে দেয়। ছেলের সামনে একটু একটু করে জ্বলে শেষ হয়ে যান নিক্কি। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিক্কির মৃত্যুর পর স্বামী, শাশুড়ি, শ্বশুর এবং ভাসুর-সহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আগেই গ্রেফতার করা হয় স্বামী বিপিনকে। । রবিবার দুপুরে পুলিশ হেফাজত থেকে পুলিশের বন্দুক ছিনিয়ে থেকে পালানোর চেষ্টা করে সে। সেই সময় বাধ্য হয়ে তার পায়ে গুলি করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হলে লুকিয়ে ছেলেকে দেখতে আসে মা। সেই সময় নিক্কির শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, বিয়েতে সোনাদানা, দামী গাড়ি, নগদ টাকা দেওয়ার পরও মন ভরেনি ভাটি পরিবারের। বিয়ের পর থেকেই ৩৬ লক্ষ টাকার দাবিতে নিক্কির উপর অত্যাচার চালায় শ্বশুরবাড়ির লোকজন।

নয়ডায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে মারার ঘটনায় নতুন মোড়, গ্রেফতার আরও ২