হরিয়ানার জনপ্রিয় গায়ক রাহুল ফাজিলপুরিয়ার (Rahul Fazilpuriya) ওপর গত সোমবারই একদল দুষ্কৃতি। সন্ধ্যের দিকে গুরুগ্রামে বাদশাহপুরের কাছে সাউদার্ন পেরিফেরাল রোডের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল একদল যুবক। এই ঘটনায় রাহুল বা তাঁর সহকারীরা অক্ষত থাকলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার সোনিপত থেকে এই ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। ধৃত যুবকের নাম বিশাল। বয়স ২৫ বছর। তাঁর বিরুদ্ধের রাহুলের ওপর নজর রাখার অভিযোগ ছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে।
হামলার আগে থেকে রেইকি করতে শুরু করেছিল বিশাল
হামলাকারীরা পুরোপুরি পরিকল্পনা মাফিক রাহুলের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। সেই কারণে তাঁর ওপরে দিনকয়েক আগেই নজর রেখেছিল বিশাল। গায়কের বাড়ি থেকে কোথায় তিনি যান, কী কী করেন, পুরো বিষয়টি রেইকি করে ফেলেছিল এই বিশাল। তাঁর ফোন থেকেও উদ্ধার হয়েছে একাধিক তথ্য। এমনকী ঘটনার আগে ও পরে গুরুগ্রামের বিভিন্ন গেস্ট হাউসে থাকছিলেন বিশাল। এই মামলা মূল অভিযুক্তের খোঁজে ধৃতকে জেরা করা শুরু করেছে পুলিশ।
বড় চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে
পাশাপাশি ধৃত যুবক যে যে গেস্ট হাউসে ছিল, সেখানকার কর্মী ও সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা। কেন তাঁরা রাহুলের ওপর হামলা চালালো, সিধু মুসেওয়ালার মতো কোনও বড় চক্র এর পেছনে জড়ি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।