চারমিনারের কাছে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ রবি সকালে হায়দরাবাদে (Hyderabad) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। চারমিনারের (Charminar)সামনে অবস্থিত গুলজার হাউসের কাছে একটি বিল্ডিঙে আগুন লাগে বলে খবর। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। প্রধানমন্ত্রী দফতর থেকে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তহবিল থেকে আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা।

হায়দরাবাদে অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে মৃত্যু ৮ জনের

প্রসঙ্গত, রবিবার সকালে আচমকাই আগুন লাগে ঐতিহাসিক চারমিনারের কাছে একটি বিল্ডিংয়ে। মুহূর্তে ছড়িয়ে পরে আগুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। সকাল ৬ টা নাগাদ ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলবাহিনী। এরপর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আটজনের। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, " অগ্নিকাণ্ডের জেরে আট জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু প্রকৃত সংখ্যা কত শুধুমাত্র তাঁরাই নিশ্চিত বলতে পারবে। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।" পাশাপাশি তিনি আরও বলেন, " এই ঘটনার জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু, হায়দরাবাদ যেহেতু দ্রুত উন্নতি করা একটা শহর, তাই এখানে পুলিশ, পুরসভা, দমকল ও বিদ্যুৎ দফতরকে আরও তৎপর হওয়া উচিত।"

ঐতিহাসিক চারমিনারের কাছে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু ৮ জনের, নিহত-আহতদের পাশে প্রধানমন্ত্রী দফতর