প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন। সফরের প্রথম পর্যায়ে, শ্রী মোদী, বৃটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আমন্ত্রণে ২৩ থেকে ২৪ জুলাই বৃটেনে থাকবেন। সফরকালে, দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করাহবে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণবিষয়গুলি নিয়েও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎকরবেন বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু, স্বাস্থ্য, শিক্ষা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করবে। এর মাধ্যমে সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বর বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করাহবে। প্রধানমন্ত্রীর এটি চতুর্থ ব্রিটেন সফর।
সফরের দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ২৫ ও ২৬ তারিখ মালদ্বীপ সফর করবেন। তিনি মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উদযাপনে 'সম্মানিত অতিথি' হিসেবেউপস্থিত থাকবেন। সফরকালে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তিনি। দুই নেতা 'আর-ও নিবিড় অর্থনৈতিক ও সামুদ্রিকনিরাপত্তা ক্ষেত্রে অংশীদারিত্ব'র জন্যভারত-মালদ্বীপ যৌথ পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন। এই সফর দুইদেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরও শক্তিশালী করার সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রীর এটি তৃতীয় মালদ্বীপ সফর
Prime Minister Narendra Modi to visit UK, Maldives from July 23-26; to sign landmark India-UK FTA; will be 'Guest of Honour' at the 60th Anniversary celebrations of the independence of Maldives
Watch this special report by NDTV's @GargiRawat and @KediaRiddhima pic.twitter.com/VBbNjd0PPq
— NDTV (@ndtv) July 21, 2025