প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের স্পেস স্টার্ট আপ স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি স্কাইরুটের প্রথম অরবিটাল মহাকাশযান বিক্রম-১ এর সূচনা করেন। এই মহাকাশযানের উপগ্রহকে তাদের কক্ষে প্রক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। এর অত্যাধুনিক প্রযুক্তিতে প্রায় ২ লক্ষ বর্গ ফুট কার্যক্ষেত্রে একাধিক উৎক্ষেপণ যানের নির্মাণ, বিকাশ ও পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং প্রতি মাসে একটি করে অরবিটাল মহাকাশযান তৈরি করা সম্ভব হবে।
স্কাইরুট ভারতের প্রথম সারির বেসরকারি স্পেস সংস্থা। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও ইন্ডিয়ান ইন্সটিটিউট ও টেকনোলজির প্রাক্তনী পবন চন্দনা ও ভারত ঢাকা এই সংস্থার প্রবক্তা। ২০২২ সালের নভেম্বরে স্কাইরুট সাব অরবিটাল রকেট বিক্রম এসের মাধ্যমে মহাকাশে প্রথম বেসরকারি নির্মাণ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে।
Today, India is witnessing an unprecedented moment in the space sector. The private sector is now making a major leap in India’s space ecosystem
Skyroot’s Infinity campus is the reflection of India’s new thinking, innovation and youth power
- Prime Minister @narendramodi… pic.twitter.com/qpVTOs9ZaH— PIB India (@PIB_India) November 27, 2025