Chenab Bridge (Photo Credit: X)

নির্মাণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। অবশেষে ৬ জুন, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল সেতু (The Chenab bridge) র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (USBRL) অন্তর্গত চন্দ্রভাগা বা চেনাব নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ এই রেল সেতুর উচ্চতা সমূদ্রপৃষ্ঠ থেকে ১৩১৫ মিটার। প্রায় ৪৯০ মিটারের সেতুটি ইউএসবিআরএল রেল প্রকল্পের ৯২৭টি সেতুর মধ্যে তৃতীয় দীর্ঘতম। জম্মু থেকে উত্তরে কাটরা হয়ে দুর্গম পার্বত‍্য পথ বেয়ে উপত‍্যকার প্রবেশপথে রয়েছে সেতু লাগোয়া উচ্চতম স্তম্ভটি। উপত‍্যকার প্রবেশদ্বার রিয়াসি স্টেশনের একাংশও ওই ১০৫ মিটারের স্তম্ভ বহন করছে।

 

রেল সেতুর নির্মাণে নাশকতা প্রতিরোধের দিকটিতে বিশেষ ভাব নজর দেওয়া হয়েছে। তা ছাড়া এই সেতুর নিজস্ব নিরাপত্তাবেষ্টনীও থাকবে। সেতুটি রিখটার স্কেলের ৮.০ পর্যন্ত তীব্রতার ভূমিকম্পও সহ্য করতে পারবে। চেনাব ব্রিজ ও ইউএসবি রেলওয়ে লিঙ্ক ছাড়াও জম্মু-শ্রীনগর বন্দে ভারত ট্রেনেরও উদ্বোধন শুক্রবার করবেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল শেয়ার করলেন সেই সেতুর ভিডিও-

 

২০১৭ সালের নভেম্বর থেকে শুরু হয়েছিল সেতুর মূল ধনুকাকৃতি কাঠামোটির নির্মাণকাজ। ধনুকাকৃতি এই সেতু (world’s highest rail arch bridge) কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করবে। ১ হাজার ২৫০ কোটি টাকা খরচে তৈরি হওয়া চেনাব নদী থেকে এই সেতুটির উচ্চতা ৩৫৯ মিটার। যা প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও উঁচু। সব মিলিয়ে যার দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার। নিঃসন্দেহে এই সেতু হতে চলেছে ওই অঞ্চলের পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণের কেন্দ্র।