আজ ৭৯তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এ বছরও পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এবারের থিম রাখা হয়েছে নয়া ভারত। নতুন ভারতে ভোকাল ফর লোকাল নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তা দিতে গিয়ে দেশবাসীকে তিনি জানান এই বছরের শেষের মধ্যেই ভারতে তৈরি সেমিকন্ডাক্টর চিপস তৈরি হবে। তিনি আরও বলেন
একবিংশ শতক প্রযুক্তির সময়। যে যে দেশ প্রযুক্তিতে উন্নতি করেছে, তারাই সাফল্য, বিকাশ ও আর্থিক শক্তির শীর্ষে পৌঁছেছে। সেমি কন্ডাক্টর নিয়ে কোনও সরকার আলোচনা করতে রাজি হবে না, কিন্তু যুবসমাজের জানা দরকার। ৫০-৬০ বছর আগেই সেমিকন্ডাক্টরের ভাবনা করা হয়েছিল। সেই কাজ আটকে যায়। ভ্রূণেই হত্যা করা হয় সেমিকন্ডাক্টরের ধারণাকে।
আজ আমরা দ্রুতগতিতে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছি। ৬টি ইউনিট তৈরি হচ্ছে। এই বছরের শেষের মধ্যেই ভারতে তৈরি চিপস তৈরি হয়ে যাবে।
সেমি কন্ডাক্টর নিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
#WATCH | PM Narendra Modi says, "...We are working on semiconductors on Mission Mode...By the end of this year, Made in India semiconductor chips, made by the people in India, will hit the market."
Video: DD pic.twitter.com/SM5oTOhjAO
— ANI (@ANI) August 15, 2025
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ভারতের সেমিকন্ডাক্টর মিশনের (Semiconductor) অধীনে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবে মোট ৪,৫৯৪ কোটি টাকার বিনিয়োগে চারটি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে দুটি কারখানা ওড়িশায়, একটি অন্ধ্রপ্রদেশে এবং একটি পাঞ্জাবে স্থাপিত হবে। এই চারটি নতুন প্রকল্পের সঙ্গে ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে মোট ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মোট বিনিয়োগ প্রায় ১.৬০ লক্ষ কোটি টাকা। এর আগে, ছয়টি প্রকল্প অনুমোদিত হয়েছিল, যার মধ্যে টাটা-পিএসএমসি ফ্যাব, মাইক্রন টেকনোলজি, টাটা, মুরুগাপ্পা গ্রুপের সিজি পাওয়ার, কায়নেস সেমিকন এবং এইচসিএল-ফক্সকনের ইউনিট রয়েছে।