৭৯তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রীর। এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। ভাষণের শুরুতেই সংবিধান নির্মাতাদের প্রণাম জানালেন প্রধানমন্ত্রী। বক্তৃতার শুরুতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেন তিনি। এরপর অপারেশন সিঁদুরের সাফল্য, সিন্ধু চুক্তি, নতুন ভারতের সেমি কন্ডাক্টর ভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন তিনি। এরই মাঝে শক্তি নিয়ে নতুন বার্তা শোনান তিনি। মোদী বলেন আমরা সমুদ্র মন্থনের দিকে যাচ্ছি।
শক্তির খোঁজে সমুদ্র মন্থনের ভাবনা প্রধানমন্ত্রী মোদীর
PM Narendra Modi says, "We are now also heading towards 'Samudra Manthan'. Taking this forward, we want to work in Mission Mode to look for the oil and gas reserves in the sea. So, India is about to launch National Deep Water Exploration Mission."
Video: DD pic.twitter.com/sMPN5QuF8K
— ANI (@ANI) August 15, 2025
প্রধানমন্ত্রী বলেন- গোটা বিশ্ব বিশ্বায়ন নিয়ে চিন্তা করছে। আমরা বলতে চাই, দেশবাসীর প্রচেষ্টায় যে লক্ষ্য ২০৩০ সালে স্থির করা হয়েছিল, ক্লিন এনার্জি উৎপাদনের ৫০ শতাংশ ২০২৫ সালেই পূরণ হয়ে গিয়েছে। পেট্রোল, ডিজেল আমদানি করতে প্রচুর খরচ হয়। এই অর্থ যদি শক্তির উপরে নির্ভরশীল না হই, তাহলে সেই অর্থ কৃষকদের কল্য়াণে, দারিদ্রতা দূর করতে কাজে লাগত। তাই দেশকে বিকশিত করতে আমরা সমুদ্র মন্থনের দিকে যাচ্ছি। তেল, গ্যাসের খোঁজে মিশন মোডে কাজ করছে। ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন শুরু করছে। গোটা বিশ্ব ক্রিটিকাল মিনারেল নিয়ে সতর্ক হয়েছে। আমাদের এক্ষেত্রেও আত্মনির্ভর হতে হবে। এই জন্য ন্যাশনাল ক্রিটিকাল মিশন শুরু করা হয়েছে। ১২০০-রও বেশি জায়গায় খোঁজ চলছে।