পহেলগাম কাণ্ডের পর ২৭ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের ওপর একাধিক কঠোর অবস্থান নিয়েছে ভারত। এবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi )। ৭৯তম স্বাধীনতা দিবসের (79th Independence Day) ভাষণে পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনওভাবেই সহ্য করব না।”
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, "Bharat ne yeh tay kar liya hai ki khoon aur paani ek saath nahi bahega..."#IndependenceDay
(Video Source: DD) pic.twitter.com/0NWbriFxNN
— ANI (@ANI) August 15, 2025
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য, “সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনওভাবেই মানব না। আমার দেশের ভূমির উপর দিয়ে বইবে, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের অন্নদাতাদের।” পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, “বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে, সেই শর্ত আমরা মানব না। কৃষকদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য এই সমঝোতা কোনওভাবেই মানা হবে না।”
উল্লেখ্য গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিদের নাশকতা ঘটনার পরেরদিন অর্থাৎ ২৩ এপ্রিলই সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয় নতুন দিল্লি। এরপর পাকিস্তান একাধিকবার চুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ করে। কিন্তু কেন্দ্র তাতে সাড়া দেয়নি।এবার লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন, বর্তমান শর্তে কোনওভাবেই সিন্ধু চুক্তি মানা হবে না।